1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
নিখোঁজ বিজ্ঞপ্তি নাম: সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩৭) কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল এনসিপি’র পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা সাদা মনের মানুষ পতেঙ্গার নাছির উদ্দিন বাড়িওয়ালার অন্যায় অভিযোগের ভিত্তিতে হাসপাতাল বন্ধ করে দিল চট্টগ্রাম’র সিভিল সার্জন নারায়ণগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা নেত্রকোনায় বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন

এক দফা দাবি আদায়ে রংপুরে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে নার্সিং সমাজ জেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানগুলোকে সামনে রেখে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পাস/ ডিগ্রি সমমান করার দাবিতে রংপুরে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে সোমবার (২১ এপ্রিল) সকালে রংপুর বিভাগীয় সাধারন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি’র শিক্ষার্থীবৃন্দ এবং ইন্টার্ন ও সিনিয়র স্টাফ নার্সদের আহবানে ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি’ এবং ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্সকে স্নাতক পাস/ডিগ্রি কোর্সের সমমান প্রদান করার দাবিতে শুরুতে মহানগরীর প্রধান প্রধান সড়কে মিছিল শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় নেতৃত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রংপুর জেলা শাখার রেজওয়ান, সম্রাট, বাদশা, সোয়েব প্রমূখ।

মানববন্ধন সূত্রে জানা যায়, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দরা দীর্ঘদিন থেকে স্নাতক পাস বা ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য দাবি জানিয়ে আসছে। এরই প্রেক্ষিতে বিগত দিনে মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর এবং পরে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবরও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকগণ সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোন সুষ্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক ও মর্মস্পর্শী।
তাই আমরা নার্সিং শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলাম এতে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দিয়ে আমাদের এক দফা দাবি আদায় করা হবে।

কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের রংপুরের সদস্যবৃন্দ ও সাধারন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি’র শিক্ষার্থীবৃন্দ এবং ইন্টার্ন ও সিনিয়র স্টাফ নার্সরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com