1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা নেত্রকোনায় বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাচ্চু মোল্লা সভাপতি বিল্লাল সাধারণ সম্পাদক ২১ বছর পর দৌলতপুর বিএনপি’র সম্মেলন সাংবাদিক শাহনেওয়াজ এর আরোগ্য কামনায় দোয়া মাহফিল হযরত ইমাম হুসাইন (রা.) এঁর ত্যাগ ও আদর্শের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত: মাননীয় মোর্শেদে আজম চকরিয়ায় হানিফ বাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ১০ রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডার সহ নিহত দুই জন,বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত

লামায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালার উদ্বোধন।

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান লামা উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং লামা উপজেলা প্রশাসন ও পর্যটন মালিক সমিতির যৌথ সহযোগিতায় তিনদিনব্যাপী ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালার অংশ হিসেবে উদ্যোক্তা ও রিসোর্ট ম্যানেজারদের জন্য টুরিস্টের সেবা বিষয়ক ৩দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন,

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্মসচিব সালেহা বিনতে সিরাজ।
তিনি তাঁর বক্তব্যে পর্যটন খাতের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় পর্যটন শিল্পের সাথে জড়িত মালিকান, ম্যানেজার ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে পর্যটন সেক্টরের আধুনিক ব্যবস্থাপনা কৌশল, সেবার মানোন্নয়ন, ভ্রমণকারীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে হাতে-কলমে শিক্ষাদান করা হয়। বিশেষত রিসোর্ট ম্যানেজারদের জন্য ৩ দিনের সেশনে গ্রাহকসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পর্যটন আইন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে ।

অনুষ্ঠানের সভাপতি মোঃ মঈন উদ্দিন বলেন, “লামার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এমন প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এ অঞ্চলের পর্যটন অবকাঠামো আরও শক্তিশালী করা হবে।

উল্লেখ্য, লামা উপজেলার পাহাড়ি ল্যান্ডস্কেপ ও আদিবাসী সংস্কৃতি দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ অঞ্চলে পর্যটন সেবার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজক পক্ষ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com