মোহাম্মদ সোলাইমান
স্টাফ রিপোর্টার
স্থানীয় একটি রেস্টুরেন্টে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয
এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক খোরশেদ মোবারক, সাংগঠনিক সম্পাদক রুবেল পারভেজ সুমন নির্বাচিত হয়,ইতোপূর্বে সভাপতি পদে মো: জমির উদ্দিন ও অর্থ সম্পাদক পদে মোঃ শাহাদাত হোসেন শাহেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আগামী দুই বছরের জন্য এই কমিটি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের বিভিন্ন কল্যাণমূলক কাজে সাহায্য সহযোগিতা করবেন। পাশাপাশি এই সমিতির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেশে বিভিন্ন দুর্যোগ ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে সাহায্য সহযোগিতা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।
এ সময় সংযুক্ত আরব আমিরাত স্হ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সামাজিক ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সংগঠণের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।