জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আখতার রহমান শুধু একজন সংগঠক নন, তিনি আমাদের সাংবাদিক সমাজের সাহসী কণ্ঠস্বর, ন্যায়ের এক অনমনীয় সৈনিক। অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া, সাংবাদিকদের অধিকার আদায়ে আপসহীন মনোভাব ও সংগ্রামী চেতনা তাঁকে দিয়েছেন ভিন্নতর পরিচয় — তিনি হয়ে উঠেছেন ‘প্রতিবাদের প্রতীক’।
জনাব আখতার রহমান দীর্ঘদিন ধরে সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়, পেশাগত নিরাপত্তা, ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। তাঁর সুদূরদর্শী নেতৃত্ব, সুসংগঠিত চিন্তাভাবনা এবং বাস্তবভিত্তিক কার্যক্রম রাজশাহীর সাংবাদিক সমাজকে দিয়েছে সাহস ও শক্তি।
তাঁর প্রতিটি উচ্চারণে থাকে সত্যের নির্ভিক জোর। তিনি বিশ্বাস করেন, “সাংবাদিকতা মানে শুধুই খবর লেখা নয়, বরং সমাজকে জাগ্রত করার এক নৈতিক দায়িত্ব।” আর এই বিশ্বাস থেকেই তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেন না, কখনো থেমে যান না প্রতিরোধের পথ থেকে।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার একজন বলিষ্ঠ সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলমত-নির্বিশেষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করছেন নিরলসভাবে। তাঁর নেতৃত্বে রাজশাহী জেলা শাখা এখন শুধু একটি সংগঠন নয়, বরং একটি আন্দোলনের নাম — ন্যায়ের আন্দোলন, সাংবাদিক অধিকার আন্দোলন।
জনাব আখতার রহমান আমাদের গর্ব, আমাদের প্রেরণা। সাংবাদিক সমাজের সংগ্রামে তিনি যেভাবে সাহসের আলোকবর্তিকা হয়ে আছেন, তা অনন্য এবং শ্রদ্ধার যোগ্য।