মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্ত হাইস্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণ করেন বোয়ালী উচ্চ বিদ্যালয় ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়। বির্তকের বিষয় ,মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।
এ সময় বিতর্ক প্রতিযোগিতা উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পিয়ারা বেগম ,অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আ ন ম নায়েবুর রহমান মাসুদ। অনুষ্ঠানের শুরুতে বালিগাঁও উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করেন ।এসময়ে কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা সদস্য নওশের আহমেদ ,ইসমাইল হোসেন মোড়ল ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন