মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান । সভায় তিনি বলেন, “মে দিবস কেবল অতীতের একটি ঘটনা স্মরণ নয়—এটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনা। কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্যও। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় শ্রমজীবী মানুষের পাশে আছি এবং থাকব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএপির নেতা ও তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, তানোর উপজলা শাখাার জামায়াতের আমীর আলমগীর হোসেন,সাধারন সম্পাদক ডি এম আক্কাস আলী,তানোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঃরহিম,তানোর উপজেলা গোল্লাপাড়া বনিক সমিতির সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতান,তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু,তানোর রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনি
অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।