আব্দুল আলিম সুজন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও যৌন উত্তেজক ওষুধসহ ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—
১। মোঃ মানিক (১৯)
২। মোঃ রিন্টু (৩০)
৩। মোঃ সেন্টু (৩৩), পিতা: ময়েজ উদ্দিন
৪। মোঃ হানিফ (৪৫), পিতা: হাবিল খাঁ
৫। মইনুদ্দিন (৪৩), পিতা: মৃত নিয়াজ সরদার
৬। মোঃ সজল হোসেন, পিতা: হানিফ খাঁ
অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:
দেশীয় তৈরি দা, চাপাতি ও হাসুয়া, একটি খেলনা পিস্তল, ৪১০ পিস ইয়াবা, ৬ বোতল যৌন উত্তেজক ওষুধ
পরে আটককৃতদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কুষ্টিয়া-Kushtia NeWs