চন্দনাইশ প্রতিনিধি
সাবেক হারালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান , হারালা ইউনিয়ন পরিষদের চার, চার বার নির্বাচিত মেম্বার, চন্দনাইশ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিল ও সাবেক চন্দনাইশ উপজেলার এলডিপি নেতা মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম প্রকাশ (ভেট্টা মেম্বার) সহধর্মিনী ও দস্তর খানা রেস্তোরাঁর স্বত্বঅধিকারী ,চন্দনাইশ পৌরসভার যুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ মনজুর মোরর্শেদের আম্মাজান রাত ২ টা ৩০ মিনিটে চট্টগ্রামের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বুধবার বাদে জোহরের নামাজের পর পৌরসভার মুন্সি আব্দুর রহমান জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। তাহার মৃত্যুতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অব অলি আহমদ বীর বিক্রম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়ের ডা. শাহাদাত হোসেন , চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবির,সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।