নিজস্ব প্রতিবেদক
মদন উপজেলায় অটোরিক্সার মালিক সমিতির নাম ব্যবহার করে নিয়মিতই চাঁদাবাজি করে যাচ্ছে আমাদের চোখের সামনে এই বিষয়গুলি দেখে সাধারণ মানুষের মনে ক্ষোভ জন্ম নিলেও উপজেলা প্রশাসনের কোন ধরনের ভূমিকা বা পদক্ষেপ চোখে পড়ার মতো নয় , এই বিষয়গুলি দ্রুত সমাধান ও ব্যাটারি চালিত অটো রিক্সার সিন্ডিকেট ভেঙ্গে চাঁদাবাজি বন্ধ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ জিও পির অঙ্গ ও সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদ ।
শুধু এ দিয়েই শেষ নয় মদন উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পর্যায় বড় ব্যাটারি চালিত অটো রিক্সা সিন্ডিকেটের কাছে ছোট ব্যাটারি চালিত অটো রিক্সা যেন জিম্মি , বড় ব্যাটারি চালিত অটো রিক্সায় ৮ জন যাত্রী সরবরাহ ছাড়া গাড়িটি সিরিয়াল দেখে অন্য গন্তব্যে যাইতে চায় না , সেই ক্ষেত্রে সাধারণ যাত্রীরা ছোট ব্যাটারি চালিত অটো রিক্সা ব্যবহার করতে চাইলেও , ঘটনাস্থল থেকে যাত্রীদেরকে আটকে রাখে বড় অটো রিক্সা চালক সমবায় সমিতি নামক সিন্ডিকেট ও বিভিন্ন সময় ছোট ব্যাটারি চালিত অটো রিক্সার চালকদের কেউ হুমকি দাম কি দেয় বড় অটো রিক্সা চালকরা এই বিষয়গুলি সাধারণ মানুষের নজরে আসলেও ভয়ে কেউ মুখ খুলতে চায় না সেই সিন্ডিকেটের জন্য।
বেশিরভাগ হয়রানির শিকার হয় মদন উপজেলার কাইটাল ইউনিয়নের আওতাধীন কাইটাল বাজার বড় ব্যাটারি চালিত অটো রিক্সা সিন্ডিকেটের কাছে তাছাড়াও এরকম হয়রানি মদন উপজেলার আওতাধীন প্রতিটা সড়কে বড় ব্যাটারি চালিত অটো রিক্সার সিন্ডিকেটের কাছে হয়রানীর শিকার হয় সাধারণ যাত্রীরা তাছাড়া আরো ভোগান্তি শিকার হচ্ছে মদন উপজেলার সাধারণ মানুষ মদন সদর থেকে সড়ক যোগাযোগ জন্য কাইটাইল , গোবিন্দশ্রী , তিয়শ্রী , ফতেপুর মাঘানসহ বেশিরভাগ ইউনিয়নের সড়কগুলো বেহাল অবস্থা দ্রুত সংস্কার কাজ করতে হবে, দ্রুত যদি বিষয়গুলি সমাধান না হয় , তাহলে সর্বসাধারণ জনগণের ন্যায্য অধিকার আদায় করার জন্য , জনগণকে সাথে নিয়ে , বাংলাদেশ গণঅধিকার পরিষদ জিও পির অঙ্গ ও সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদ মদন উপজেলা কঠোর আন্দোলন নয় যাওয়ার জন্য প্রস্তুত , বলে জানিয়েছেন মদন উপজেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন।