স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার ১০'মে সন্ধ্যায় পটুয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড নতুন বাজার এলাকায় গন-অধিকার পরিষদের জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পটুয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদ।
উক্ত কেক কাটা ও আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি ফারুক সিকদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রিয়াজ হাওলাদার এর উপস্থাপনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ-অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব শাহ-আলম সিকদার, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাংলাদেশ যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা, সদস্য সচিব আব্দুল কাইউম গণ-অধিকার পরিষদ পটুয়াখালী সদর উপজেলা শাখা, পৌর যুব অধিকার পরিষদে সদস্য সচিব আল-আমীন হোসেন (সুমন) প্রমুখ।
এছাড়াও শ্রমিক অধিকার পরিষদ, গন-অধিকার পরিষদ,যুব অধিকার পরিষদ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।