1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুরাদনগরে র‍্যাবের অভিযানে বিদেশি হুজি রাইফেলসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার পবিত্র লাইলাতুল মেরাজ আজ মহেশখালীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও নাক–কান ছেদন কর্মসূচি সম্পন্ন কক্সবাজারে এডিসি স্বামীর দাপটে অফিসে অনুপস্থিত উপ-তত্ত্বাবধায়ক তানজিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ নরসিংদীর শিবপুরে সাত জনকে গ্রেফতার উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার।

শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১ তম বার্ষিক ধর্মীয় সভা

বিশেষ প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের প্রাায় ৩শত বছরের পুরনো শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১ তম বার্ষিক মহতী ধর্মীয় সভা, সংগীতাঞ্জলী, লীলা কীর্ত্তন ও শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ বার্ষিকী ধারাবাহিক জমকালো নানা আয়োজন আনুষ্ঠানিকতায় মহা-সমারহে সুসম্পন্ন হয়।

২৭ বৈশখ ১০ মে,শনিবার হাটহাজারী ফটিকছড়ি মহাসড়কে এনায়েতপুর, কুমারীকুল রাস্তার মাতা সংলগ্ন, ২১তম ধারাবাহিক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, প্রদীপ প্রজ্জলনে শ্রী নেপাল দাশ ও শ্রী দীপক ঘোষ, গীতামৃত তত্ত্ব পরিবেশনে শ্রী প্রদর্শন দেবনাথ, তুলসীধাম, নন্দনকানন। নগর কীর্ত্তন পরিক্রমা, মায়ের প্রতিকৃতিতে পবিত্র পূষ্পমাল্য অর্পন ও মঙ্গল আরতি কীর্ত্তন, বাল্যভোগ নিবেদন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। শ্রীমদ্ভগবদ্গীতার অমৃত নৈবদ্য প্রদান,লীলা কীর্ত্তন। মায়ের ভোগ নিবেদন ও ভোগারতি কীর্ত্তন,মহাপ্রসাদ আস্বাদন,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনায়- আঞ্চলিক শিল্পীবৃন্দ। দিনব্যাপী আনুষ্ঠানিকতার পরিবেশনে শ্রী অধর দত্ত, ধর্মপুর, সাতকানিয়া,চট্টগ্রাম।

এতে আশপাশ অঞ্চল জেলার দূর দূরান্তের সব বয়সি সকল শ্রেণী পেশার ১৫/২০ হাজারেরও অধিক দর্শনার্থী ভক্তবৃন্দ মায়ের অনুসারীদের সমাগম ধর্মীয় বার্ষিকী উৎসব প্রাঙ্গন মুখরিত হয়।

সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের আয়োজক কমিটির শ্রী দীপক ঘোষ, সভাপতি, শ্রী উত্তম কুমার দাশ সাধারণ সম্পাদক সহ ধর্মীয় সভা উৎসব উদ্যাপন পরিষদের দায়িত্বশীল কমিটিবৃন্দ প্রমুখ ব্যক্তিবর্গ ভক্তদের দায়িত্বশীল ধারাবাহিক কার্যক্রমে অত্যন্ত সফল সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে।

সার্বিক সহযোগিতায়:শ্রীশ্রী মা মগধেশ্বরী স্মৃতি সংসদ, শ্রী শ্রী লোকনাথ গীতা সংঘ ব্রজধাম স্মৃতি সংসদ, মির্জাপুর জগন্নাথ সংঘ এনায়েতপুর সবুজ সংঘ, এনায়েতপুর মাতৃ সংঘ শ্রীশ্রী জ্বালাকুমারী গীতা সংঘ, ও শ্রীগুরু গীতা সংঘ বাগীশিক ধলই ও মির্জাপুর ইউনিয়ন সংসদ।

উল্লেখ্য:প্রতিদিন পূজা সহ প্রতি শনিবারে দূর-দূরান্ত হতে অনেক ভক্তবৃন্দ আসেন মায়ের অলৌকিক ক্ষমতা ও জাগ্রত নিদর্শনে দর্শনে। এবং ভক্তবৃন্দের জন্য প্রসাদের সুব্যবস্থা রয়েছে। মায়ের শ্রীমন্দির নির্মাণের কাজ চলছে! নির্মাণ কাজে ভক্তবৃন্দদের সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদান। দিকনির্দেশনা পরামর্শ দানে সকলের অংশগ্রহণে বিনীত অনুরোধ জানানো হয় কমিটির পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com