1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা নেত্রকোনায় বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাংলাদেশী মেয়ের সাথে ভারতীয় ছেলের বিয়ে সম্পন্ন বাচ্চু মোল্লা সভাপতি বিল্লাল সাধারণ সম্পাদক ২১ বছর পর দৌলতপুর বিএনপি’র সম্মেলন সাংবাদিক শাহনেওয়াজ এর আরোগ্য কামনায় দোয়া মাহফিল হযরত ইমাম হুসাইন (রা.) এঁর ত্যাগ ও আদর্শের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত: মাননীয় মোর্শেদে আজম চকরিয়ায় হানিফ বাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ১০ রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডার সহ নিহত দুই জন,বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত

শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১ তম বার্ষিক ধর্মীয় সভা

বিশেষ প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের প্রাায় ৩শত বছরের পুরনো শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১ তম বার্ষিক মহতী ধর্মীয় সভা, সংগীতাঞ্জলী, লীলা কীর্ত্তন ও শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ বার্ষিকী ধারাবাহিক জমকালো নানা আয়োজন আনুষ্ঠানিকতায় মহা-সমারহে সুসম্পন্ন হয়।

২৭ বৈশখ ১০ মে,শনিবার হাটহাজারী ফটিকছড়ি মহাসড়কে এনায়েতপুর, কুমারীকুল রাস্তার মাতা সংলগ্ন, ২১তম ধারাবাহিক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, প্রদীপ প্রজ্জলনে শ্রী নেপাল দাশ ও শ্রী দীপক ঘোষ, গীতামৃত তত্ত্ব পরিবেশনে শ্রী প্রদর্শন দেবনাথ, তুলসীধাম, নন্দনকানন। নগর কীর্ত্তন পরিক্রমা, মায়ের প্রতিকৃতিতে পবিত্র পূষ্পমাল্য অর্পন ও মঙ্গল আরতি কীর্ত্তন, বাল্যভোগ নিবেদন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। শ্রীমদ্ভগবদ্গীতার অমৃত নৈবদ্য প্রদান,লীলা কীর্ত্তন। মায়ের ভোগ নিবেদন ও ভোগারতি কীর্ত্তন,মহাপ্রসাদ আস্বাদন,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনায়- আঞ্চলিক শিল্পীবৃন্দ। দিনব্যাপী আনুষ্ঠানিকতার পরিবেশনে শ্রী অধর দত্ত, ধর্মপুর, সাতকানিয়া,চট্টগ্রাম।

এতে আশপাশ অঞ্চল জেলার দূর দূরান্তের সব বয়সি সকল শ্রেণী পেশার ১৫/২০ হাজারেরও অধিক দর্শনার্থী ভক্তবৃন্দ মায়ের অনুসারীদের সমাগম ধর্মীয় বার্ষিকী উৎসব প্রাঙ্গন মুখরিত হয়।

সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের আয়োজক কমিটির শ্রী দীপক ঘোষ, সভাপতি, শ্রী উত্তম কুমার দাশ সাধারণ সম্পাদক সহ ধর্মীয় সভা উৎসব উদ্যাপন পরিষদের দায়িত্বশীল কমিটিবৃন্দ প্রমুখ ব্যক্তিবর্গ ভক্তদের দায়িত্বশীল ধারাবাহিক কার্যক্রমে অত্যন্ত সফল সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে।

সার্বিক সহযোগিতায়:শ্রীশ্রী মা মগধেশ্বরী স্মৃতি সংসদ, শ্রী শ্রী লোকনাথ গীতা সংঘ ব্রজধাম স্মৃতি সংসদ, মির্জাপুর জগন্নাথ সংঘ এনায়েতপুর সবুজ সংঘ, এনায়েতপুর মাতৃ সংঘ শ্রীশ্রী জ্বালাকুমারী গীতা সংঘ, ও শ্রীগুরু গীতা সংঘ বাগীশিক ধলই ও মির্জাপুর ইউনিয়ন সংসদ।

উল্লেখ্য:প্রতিদিন পূজা সহ প্রতি শনিবারে দূর-দূরান্ত হতে অনেক ভক্তবৃন্দ আসেন মায়ের অলৌকিক ক্ষমতা ও জাগ্রত নিদর্শনে দর্শনে। এবং ভক্তবৃন্দের জন্য প্রসাদের সুব্যবস্থা রয়েছে। মায়ের শ্রীমন্দির নির্মাণের কাজ চলছে! নির্মাণ কাজে ভক্তবৃন্দদের সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদান। দিকনির্দেশনা পরামর্শ দানে সকলের অংশগ্রহণে বিনীত অনুরোধ জানানো হয় কমিটির পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com