ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম
অক্সিজেন তিন নম্বর ওয়ার্ডের শহীদ নগর সৈয়দ পাড়া এলাকার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী থানার একটি বিশেষ অভিযানে বায়েজিদ বোস্তামি থানার নিষিদ্ধ ঘোষিত সংগঠন 'আওয়ামী লীগ'-এর সভাপতি আব্দুল নবী লেদু গ্রেফতার হয়েছেন। সোমবার (১২ মে) রাত ৭টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
আব্দুল নবী লেদু দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠনটির কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল।
গ্রেফতারের খবরে বায়েজিদ বোস্তামি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। গণঅধিকার পরিষদের বায়েজিদ বোস্তামি থানা শাখার পক্ষ থেকে এই গ্রেফতারকে স্বাগত জানানো হয় এবং সংগঠনের সভাপতি শিল্পী শাহিন রেজার নেতৃত্বে স্থানীয়ভাবে মিষ্টি বিতরণ করা হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি শিল্পী শাহিন রেজা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই অবৈধ ও দেশবিরোধী সংগঠনের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আব্দুল নবী লেদুর গ্রেফতার প্রমাণ করে যে অন্যায় কখনো স্থায়ী হয় না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই এবং দাবি জানাই, সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।