1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস হাটহাজারীতে সংঘর্ষ আহত ১০৫, পরিস্থিতি নিয়ন্ত্রণ সেনাবাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি হাটহাজারীতে সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, দায়িত্বে তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি আটক  কওমী-সুন্নীর রক্তক্ষয়ী সংঘর্ষে হঠাৎ নাটকীয় সমাপ্তি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পলাশের ডাংঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ৩৮০০ পিছ ইয়াবাসহ কালীগঞ্জের শীর্ষ মাদক সম্রাট আরিফুল ইসলাম ও তাহার সহযোগী আরিফ শেখ গ্রেফতার

রাজশাহী পবা উপজেলার সাবেক ছাত্রনেতা রায়হানুল আলম রায়হান কৃষি পন্য এর ন্যায্যমূল্য ও ৩১ দফা নিয়ে প্রচার

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান বলেছেন, বিএনপির ‘৩১ দফা’ রূপরেখায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে কৃষিপণ্যের জন্য সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি বলেন, প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা ও পোলট্রি বিমা চালু করা হবে। কৃষি জমির অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াকরণ শিল্প খাতকে প্রণোদনার আওতায় আনা হবে। শনিবার (১৭ মে) বিকেলে নওহাটা পৌরসভার বারইপাড়া মোড় এলাকায় বিএনপি’র ‘৩১ দফা’ কর্মসূচি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

জেলা বিএনপির সদস্য মো. রায়হানুল আলম রায়হান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা’ রুপরেখায় স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করার কথা বলা হয়েছে । জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দ করা হবে। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে।

এসময় নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক মো. রবিউল ইসলাম এর সঞ্চালনায় ও পৌর কৃষকদলের ৮নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, পবা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজদার আলী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন হুজুরীপাড়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, বিএনপির নেতা নূরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সেন্টু কুমার সাহা, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, নওহাটা পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকার, নওহাটা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, নওহাটা পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকার, নওহাটা পৌর কৃষকদলের সদস্য আরিফ হোসেন, পবা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডলার আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com