মোঃ শহিদুল ইসলাম শহীদ
১৪মে২০২৫, সকাল দশটায় উপজেলা কারিতাস cpp paep প্রকল্পের আওতায় ত্রি মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে মাঠ কর্মকর্তা হাদি চন্দ্র ত্রিপুরার পরিচালনায় উপজেলা ফোরামের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, সাংগঠনিক সম্পাদক সূচরিতা চাকমা, কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, সেক্রেটারি আসমা সুলতানা, সদস্য ভোলানাথ চক্রবর্তী। ডেবিট ত্রিপুরা,গিদিজয় ত্রিপুরা প্রমুখ।
এসময় ত্যাগ সামাজিক মানবিক সেবার সহযোগিতা বিষয়ে ত্যাগ ও সপ্তাহ অভিযান বিষয়ে সভায় তুলে ধরা হয়।