সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ ছৈয়দুল করিম খান
অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নেত্বত্বে এসআই(নিঃ) মোহাম্মদ বেলাল সঙ্গীয় ফোর্সসহ বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও দাইয়াপাড়া নয়ামাজার রোডস্থ ওসমানের বিল্ডিং এর নীচতলায় হইতে অভিযান পরিচালনা করিয়া বিপুল পরিমান নকল যৌন উত্তোজক ট্যাবলেট ও অন্যান্য মালামাল সহ আসামী ১। মোঃ জাকারিয়া (৩৫), ২। নাঈম ইসলাম অনিক (২৮),৩। মোঃ আনিছ (৩৫), ৪। মোঃ জুনায়েদ (২০) দেরকে আটক করা হয় এবং তাহাদের হেফাজত হইতে Saffron নামীর কথিত সেক্সের ট্যাবলেট এর ১১০ কোটা, FITNESS HACKER নামীর ৯০০ পিচ প্লাষ্টিকের কৌটা, সাদা প্লাষ্টিকের ০২ টি বস্তায় খালী কৌটা ওজন মোট ১০ কেজি, সাদা বড় প্লাষ্টিকের ০২ টি বস্তায় মোট ৪০ কেজি সাদা প্লাষ্টিকের খালি কোটা, ০১টি প্লাষ্টিকের বস্তার ভিতরে ক্রিম কালারের কথিত সেক্সের ট্যাবলেট, ওজন ১৪ কেজি, হালকা গ্রে কালারের কথিত সেক্সের ট্যাবলেট যাহার ওজন ০৫ কেজি, এলিট পিওর ড্রিংকিং পাউডার খালি ৮০০ প্যাকেট, Saffron লেখা ১২০০ পিচ স্টিকার, kasmiri zafran খালি প্যাকেট ১০০০ পিচ, ২টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর নীল রংয়ের ১০৫টি প্লাষ্টিকের হারপিকের বোতল, ০২ টি সাদা প্লাষ্টিকের বস্তায় লেভেল বিহীন নীল রংয়ের হারপিক এর খালি বোতল ২০ কেজি, একটি সাদা পলিথিনে হারপিক বোতলের মুখ-৩.৫ কেজি, সাদা পলিথিন লম্বা ৩ কেজি, ০৮টি কমিক্যাল এর গ্যালন, প্রতিটি গ্যালনের ভিতর ৩০ লিটার (DM water), ১৪ টি DELIVERY CHALLAN বহি: ০১টি অটো-কাটার স্টীল এর প্যাকেজিং মেশিন ১৯/০৫/২০২৫ইং তারিখ ১৯.৫০ ঘটিকার সময় উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন আসামীদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৪৫, তাং-২০/০৫/২০২৫ইং, ধারা- The Special Power Act, 1974 Under Section 25C(1)c/d/e রুজু করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।