শাহাদুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জেরে ধরে বিষ্ণুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল প্রামানিকে পিঠিয়ে যখমের অভিযোগ পাওয়া গেছে। আহত রেজাউল প্রামানিক খোর্দ্দ বান্দাই খাড়া গ্রামের মৃত আজিমউদ্দিন প্রামানিকের ছেলে। এ ঘটনার প্রতিপাদে রোববার বিকেলে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, এছাড়াও স্থানীয় আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন, জুয়েল রানা, সহ প্রায় শতাধিক মহিলা-পুরুষ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, খোর্দ্দবান্দাই খাড়া গ্রামের মৃত নাজির উদ্দিনে্র ছেলে দেলোয়ারের নেতৃত্বে এই এলাকার মনোয়ার, আসাদ, মাহবুবুর রহমান,ছানা দেলোয়ার সন্ন্যাস বাড়ি গ্রামের হাজদুল ও আব্দুল আলিম সহ বেশ কয়েকজন দাঙ্গাবাজ বিএনপির নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে। সেই সাথে গত শুক্রবার যুব দল কর্মী রেজাউলের উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাই এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা। এ সময় ইউনিয়ন যুবদলের সভাপতি আফতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ বলেন দেলোয়ার হোসেন যুবদলের সাথে কোন সম্পৃক্ততা নেই। তবে অভিযুক্ত দেলোয়ারের দাবি মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজির সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই আমাকে হেও প্রতিপন্ন করার জন্য এলাকার কুচক্রী একটি মহল গুজব ছড়াচ্ছে।