অনলাইন ডেস্ক
চট্টগ্রামের হালিশহরে কলেজছাত্র মো. সাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী, সহপাঠী ও স্বজনরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় হালিশহর থানা ঘেরাও করে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
সাব্বিরের জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা হালিশহর থানার সামনে অবস্থান নেয় এবং স্লোগান দেয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এসে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এর আগে বুধবার (২১ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাব্বির। তিনি হালিশহর আইডিয়াল টেকনিক্যাল স্কুলের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং নয়াবাজার আমিন কন্ট্রাক্টর রোড এলাকার বাসিন্দা মো. ইসহাক কন্ট্রাক্টরের একমাত্র ছেলে।
হামলার শিকার হওয়ার পর লাইফ সাপোর্টে যাওয়ার আগে এক সাংবাদিককে দেয়া বক্তব্যে সাব্বির হামলাকারীদের পরিচয় দিয়ে গিয়েছিলেন। তিনি জানান, ‘বড়ভাই’ না মানায় কিশোর গ্যাং নেতা আবিদের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আতাউল নামে একজন তার পেটে ছুরিকাঘাত করে। এ ঘটনায় বিজয় ও রাফসান নামের আরও দু’জন কিশোর গ্যাং সদস্যের নামও জানান তিনি।
সাব্বিরের মামা মো. শফিকুল জানান, গত ১৬ মে শুক্রবার নামাজ শেষে চা খাওয়ার কথা বলে তাকে ডেকে নেয়া হয়। এরপর হালিশহরের নতুন বাজার বিশ্বরোড এলাকায় ছুরিকাঘাত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবিদ, আতাউল, বিজয় ও রাফসান মিলে একটি কিশোর গ্যাং পরিচালনা করে, যার সদস্য সংখ্যা ৪০-৫০ জন। তারা এলাকায় নিয়মিত চাঁদাবাজি, মারামারি ও অস্ত্রের মহড়া দিয়ে বেড়ায়। এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলেও অভিযোগ রয়েছে।
হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “এলাকার কয়েকটি কিশোর গ্রুপের মধ্যে বিরোধ ছিল। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।”