1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও তার স্ত্রী হোসনে আরা  বান্দারবানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে 8 রোহিঙ্গাকে গ্রেফতার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিলো আমেরিকান সেনা ও বিমানবাহিনী নওগাঁর মান্দায় মিথ্যা মামলা ও প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে মানববন্ধন। স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা প্রতিরোধ বিষয়ে একসাথে কাজ করতে হবে অবহিতকরণ সভায় বক্তারা  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে মানববন্ধন ভাইরাল টিভি চ্যানেলের সৎ সাহসী বুদ্ধিমান শীর্ষ সন্ত্রাসীদের আতঙ্কের নাম ওসি আরিফুর রহমান আবারো অভিযানে বিপুল পরিমান নকল যৌন উত্তোজক ট্যাবলেট ও অন্যান্য মালামাল সহ ০৪(চার) জন আটক ঝিকরগাছায় জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক শিশুকন্যা সহ আহত-৬ আটক-২ ৩৮বিজিবি জোন এলাকায় চেকপোষ্টে ১৯এপ্রিল দুপুর সাড়ে ১১টা.৫০মিনিটের দিকে একটি যাত্রীবাহী যানবাহন থেকে বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে বলে জানা গেছে। বায়েজিদ বোস্তামী মাজারে মাদকের আস্তানা! সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকদের হুমকি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

মোঃ শহিদুল ইসলাম শহীদ বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদ বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম-

কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতকানিয়া সাংবাদিক সমিতি।
বুধবার (২১ মে)২০২৫,দুপুরে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে
অনুষ্ঠিত এ মানববন্ধনে সাতকানিয়ায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন ।

এতে বক্তব্যে সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর বলেন,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শুধু দুটি জেলা নয়, বরং সমগ্র দক্ষিণ চট্টগ্রাম ও পর্যটনকেন্দ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ লাইফলাইন।এই সড়কের বর্তমান দুই লেনের কাঠামো দিনের পর দিন যাত্রী ভোগান্তি, যানজট এবং প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দৈনিক কয়েক হাজার যানবাহন বহন করে, যার একটি বড় অংশ পণ্যবাহী ও পর্যটকবাহী গাড়ি।

উল্লেখ্য যে সাতকানিয়া, লোহাগাড়া, চুনতি, ঈদগাঁও, রামু হয়ে কক্সবাজারে প্রবেশের একমাত্র প্রধান সড়ক এটি। সড়কটি বিভিন্ন স্থানে সরু ও অপরিকল্পিত, ফলে যান চলাচলে মারাত্মক সমস্যা হয়।

এসময় মানববন্ধন অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন একুশে পত্রিকার নাজিম উদ্দিন, দৈনিক সময়ের আলোর জাহেদুল ইসলাম, আমাদের সময়ের ইকবাল হোসেন, দৈনিক সাঙ্গুর নুরুল ইসলাম সবুজ ও শহীদুল ইসলাম।

এতে বক্তারা বলেন, এই মহাসড়ক ৬ লাইন হলে শুধুমাত্র যানজট নয়, দক্ষিণ চট্টগ্রামের পর্যটন, কৃষি, শিল্প ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন আসবে শুধু তাই নয় পটিয়া থেকে শুরু করে সাতকানিয়া, লোহাগাড়া, রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রতিটি উপজেলা এতে উপকৃত হবে।

মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন যে ,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীতকরণ প্রকল্প কেন এখনো দৃশ্যমান নয়? ২০১৮ সালে প্রকল্প প্রস্তাব পাস হলেও বাস্তবায়নের কোন অগ্রগতি নেই,বরং মহাসড়কের বিভিন্ন অংশে নামে-মাত্র সংস্কার করে বরাদ্দ আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com