আবদুল কাদের চট্টগ্রাম
ঈদ-উল আযহা ২০২৫ উপলক্ষ্যে নিরাপত্তা পরামর্শ ঃ
> কোরবানি পশুর হাট/বাজার কেন্দ্রিক সংশ্লিষ্ট এলাকায় সেনা টহল জোরদার করা।
→ জেলা প্রশাসন :
→ গবাদি পশুর হাটগুলোতে সরকারি নির্দেশনাসমূহ সঠিকভাবে প্রতিপালনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা নিমিত্তে প্রয়োজনীয়
সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা।
বিদ্যুৎ বিভাগ ঃ
> কোরবানি পশুর হাটসমূহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখা ।
• ওয়াসা :
> কোরবানি পশুর হাটসমূহে নিরবিচ্ছিন্ন বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা ৷
প্রাণী সম্পদ বিভাগ :
> প্রত্যেক পশুরহাটে ভেটেরিনারী ডাক্তারসহ কন্ট্রোলরুম স্থাপন করা।
• সিভিল সার্জন ঃ
> অস্থায়ী হেলথ ক্যাম্প স্থাপন করা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঃ
> জরুরী পরিস্থিতি মোকাবেলায় জনবলসহ প্রয়োজনীয় সংখ্যক ফায়ার টেন্ডার প্রস্তুত রাখা।
→ এনএসআই/ডিজিএফআই/সিটিএসবি ঃ
• র্যাব ঃ
> গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, মূল্যায়ন করা এবং বিনিময় করা;
> কোন গুজব বা অন্য কোনভাবে যেন কোরবানীর পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি অব্যাহত
রাখা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
> আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল টহলের ব্যবস্থা করা;
> র্যাব বোম ডিসপোজাল টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ প্রস্তুত রাখা;
> গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, মূল্যায়ন করা এবং বিনিময় করা।
→ চট্টগ্রাম সিটি কর্পোরেশন :
> মহানগরী এলাকায় পশুর বর্জ্য অপসারণ পূর্বক রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা;
প্রত্যেক পশুর হাটে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত হাসিলের অতিরিক্ত যাতে কেউ আদায় না করে তা নিশ্চিত করা এবং
সর্বসাধারণের অবগতির জন্য হাসিলের হার বোর্ড/ব্যানারের মাধ্যমে প্রদর্শন করা;
> কোরবানীর বর্জ্যের কারণে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি ও বিশৃঙ্খলা রোধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহায়তা করা;
> কোরবানীর বর্জ্য দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করা ।
→ বাংলাদেশ ব্যাংক/ তফসিলী ব্যাংক ঃ
> চসিক অনুমোদিত গুরুত্বপূর্ণ পশুর হাটসমূহে অর দিন হতে ঈদের পূর্বরাত পর্যন্ত জালনোট সনাক্তকরণ বুথ স্থাপন করা;
> অস্থায়ীভাবে ব্যাংকিং বুদ্ধ স্থাপন করা;
> পশু বিক্রির টাকা হাটের ভিতর থাকা ব্যাংকের মুখে জমা নেওয়া;
> ব্যাংকের নাম ও তার সাথে “জালনোট সনাক্তকরণ নুং” উল্লেখ পূর্বক ড্যানার/ নোটিশ প্রদর্শন;
> সান্ধ্যকালীন ব্যাংকিং ব্যবস্থা;
> পশুর হাটসমূহে কর্তব্যরত কর্মকর্তাদের নাম ও পদবী সংশ্লিষ্ট থানায় / পুলিশ কন্ট্রোলরুমে প্রেরণ করা।
হাট ইজারাদার এর করণীয় :
> পশুর হাট যাতে রাস্তা পর্যন্ত বর্ণিত হয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি না হয়;
> নির্ধারিত হাসিলের অতিরিক্ত টাকা যাতে কেউ আদায় না করে;
> সর্বসাধারণের অবগতির জন্য হাসিলের হার বোর্ড/ব্যানারের মাধ্যমে প্রদর্শন করা;
> কোনভাবেই রেললাইনের কাছাকাছি গবাদি পশুর হাট বসানো যাবে না;
> পশুর বর্জ্য পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা করা;
> নির্ধারিত হাট ব্যতীত অন্য হাটে বা অনির্ধারিত স্থানে পশু লোড-আনলোড না করা;
> প্রতিটি কোরবানীর পশুহাটের নিরাপত্তার দায়িত্বপালনের নিমিত্ত পুলিশের জন্য অস্থায়ী ক্যাম্প/তাঁবু স্থাপন করা ।
> প্রত্যেক পশুর হাটে ১টি করে উঁচু পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা;
> পশুর হাট সমূহে সিসি টিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা;
> পশুর হাটে নির্ধারিত স্থানের বাহিরে কোন ধরণের খুটির ব্যবসা না করা;
> হাটের বিভিন্ন স্থানে দৃশ্যমান জায়গায় করণীয় ও বর্জনীয় সংক্রান্তে ব্যানার স্থাপন করা;
> পশুর হাটে জেনারেটরসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা;
> কোন হাটে পশু বহনকারী ট্রাক/যানবাহন হতে জোরপূর্বক পশু না নামানো;
স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে সকল কাজ নিশ্চিত করা;
> বিক্রেতাগণ কর্তৃক বিক্রির জন্য আনিত কোরবানীর পশু তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন হাট-বাজারে স্থানান্তরে বাধা প্রদান না
করা;
> প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ;
> মোবাইল নম্বরসহ স্বেচ্ছাসেবকদের নামের তালিকা সংরক্ষণ ও সংশ্লিষ্ট থানায় প্রেরণ;
> স্বেচ্ছাসেবকদের পরিচিতির জন্য নির্ধারিত পোষাক/আর্ম-ব্যান্ড ও পরিচিতি কার্ড গলায় ঝুলিয়ে রাখা;
> স্বেচ্ছাসেবকগণ স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের টেলিফোন/মোবাইল নম্বর সংরক্ষণ করবেন;
> জনসাধারণ যাতে অজ্ঞান পার্টি, থুথু পার্টি, সালাম পার্টি, টানা পার্টি, মলম পার্টি, গামছা পার্টি ও টিস্যু পার্টির কবলে না পড়ে তা
নিশ্চিত করা;
> হাট কর্তৃপক্ষ কর্তৃক বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখা;
> বিশ্বস্ত অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক মান-সম্মত খাবার হোটেলের ব্যবস্থা করা;
> খাবারের দোকান/হোটেলের মালিকদের নামের তালিকা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা;
> হাটে নির্দিষ্ট সময় পর পর অজ্ঞান পার্টি/ মলম পার্টির দৌরাত্মের ব্যাপারে মাইকিং এর মাধ্যমে সতর্ক/সচেতন করা;
> পশুর ট্রাক যে হাটে যাবে, সেই হাটের নাম সম্বলিত ব্যানার ট্রাকের সামনে টানানো;
> অনুমোদিত হাট ব্যতীত অন্য কোন স্থানে গবাদি পশুর হাট না বসানো;
> নগদ অর্থ পরিবহনে পুলিশি এস্কর্টের সহায়তা গ্রহণ করা;
> পশুবাহী খালি ট্রাক ফেরত যাওয়ার সময় যাত্রী পরিবহন না করা;
> কাঁচা চামড়া কেনা ও বেচা নিয়ে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা;
> কোরবানীর পশুর হাটে প্রতারণা চাঁদাবাজি ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা।
→ চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন ঃ
> কোরবানীর চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহনে হয়রানি ও চাঁদাবাজি ও অনিয়ম বন্ধের ব্যবস্থা করা;
> চামড়া পাচার রোধকল্পে ব্যবস্থা গ্রহণ করা;
> কোন এলাকায় (পাড়ায় পাড়ায়) সিন্ডিকেট তৈরী করে কোরবানীর চামড়া ক্রয়-বিক্রয়ে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে
সেদিকে সতর্ক দৃষ্টি রাখা;
> ঢাকাগামী চামড়