এক বিন্দু পাথর
লেখকঃ মোঃ ফারুক হোসেন।
এক বিন্দু পাথরের আঘাত
সয্য করার ক্ষমতা যে মানবের নেই,
তবুও আমরা বড়াই করে চলি
কতো ক্ষমা দেখাতে চাই।
সৃষ্টির মাঝে লুকিয়ে রেখেছে
তিনি যে,কতো রহস্য ,
কেহ এখনো বুঝতে পারেনি
পেরেছে শুধু মান্দ্য।
সব কিছু একদিন শেষ হবে
আমরা বুঝিও বুঝতে চাই না,
বিপদে পড়লে দয়াময়কে
ডাকতে কখনো ভুল করিনা।
জীবন তো মোদের
গতির হাওয়াই মিঠাই,
বাতাসে ভেসে,খেয়ে,খেযে
হরেক রকম মজা পাই।
হাওয়া বন্ধ হলে একদিন
মিঠাই আর ফুলবে না,
সবার জন্য থাকবে পড়ে
ভোগ আর করা হবে না।
নিখুঁত সৃষ্টির সেরা মানব
হে দয়াময় তুমি তৈরি করেছো,
কতো কিছু ভেবে
মোদের এই ধরনীর বুকে পাঠিয়েছো।
বিন্দু কণা পাথরের আঘাত
যখন শরীরে সয্য হয় না,
হে প্রভু এই পার্থিব সংসারে
তুমি আর আমায় বেঁধে রেখো না।