1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুর্গাপুরে স্ত্রীর সাথে বিচ্ছেদের পরে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ইন্দোনেশিয়ার রাষ্ট্র দুতের জুট মিল পরিদর্শন করেন রাজশাহী জেলায় কালীগঞ্জে জুলাই গনঅভ্যুথানে শহিদ পরিবারকে সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা শাখার এনসিপি নেতৃবৃন্দ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  সু শিক্ষিত নাগরিক দেশের সম্পদ শিক্ষা উপকরণ বিতরণকালে ৩৮বিজিবি এর অধিনায়ক  নগরীর আকবর শাহতে কিশোরী ধর্ষণের দায়ে যুবককে গণপিটুনি আমিরাতের আজমান প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা চালু মিজমিজি দক্ষিণপাড়া, আমজাদ মার্কেট, ২ নং ওয়ার্ড, নারায়ণগঞ্জের গর্ব – জনাব মোঃ ইকবাল হোসেন প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর তৃতীয় মৃত্যু বার্ষিকী বার্মা সাইফুলের ত্রাসের রাজত্ব: চট্টগ্রামে ৩৫ মামলার আসামি যখন মূর্তিমান আতঙ্ক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সরকারি শ্রমিক কলেজ শাখার সদস্য সচিব হিমেল খাঁন

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টার।

ত্যাগ ও আত্মসমর্পণের মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে দ্বারে কড়া নাড়ছে মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব, ঈদুল আযহা। এ উপলক্ষে দেশবাসী ও বেগম খালেদা জিয়ার এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি ফজলুল হক মিলন ভাই এর পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখার সদস্য সচিব হিমেল খাঁন।

আমাদের প্রতিনিধির একান্ত সাক্ষাৎকারে হিমেল খাঁন বলেন,
“ঈদুল আযহা কেবলমাত্র পশু কোরবানির অনুষ্ঠান নয় এটি আত্মত্যাগ, ধৈর্য ও আত্মনিবেদনের এক অনুপম শিক্ষা। এই দিনে আমরা স্মরণ করি হযরত ইব্রাহিম (আ.)-এর সেই ঐতিহাসিক ত্যাগ ও আল্লাহর প্রতি নিষ্ঠা, যা মানবজাতির জন্য অনন্ত প্রেরণার উৎস।”

তিনি আরও বলেন,
“ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ আমরা সকলের মধ্যে ভাগ করে নিই—ধনী-গরিব, আশপাশের অসহায় মানুষ, পথশিশু, দিনমজুর কিংবা দরিদ্র প্রতিবেশীদের সঙ্গে। কারণ ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম, যেখানে সহমর্মিতা ও মানবিকতা শ্রেষ্ঠ গুণ।”

হাদিসের আলোকে কোরবানির তাৎপর্য:

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন:
“কোরবানির দিনে মানুষের যেসব কাজ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, তার মধ্যে পশু কোরবানি অন্যতম। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।”। (তিরমিজি, হাদিস: ১৪৯৩)
আরও বলেন,
“প্রতি বছর ঈদুল আযহা আমাদের মনে করিয়ে দেয়, নিজের স্বার্থকে ত্যাগ করে কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করতে পারি। এ শিক্ষাই হওয়া উচিত আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনের চালিকাশক্তি।”

তিনি সমাজের সব বিত্তবান, সচেতন নাগরিক ও সংগঠনসমূহকে আহ্বান জানান,এবং সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশ বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
“আসুন, ঈদের খুশির ভাগিদার হই সবাই। সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঈদ হবে পরিপূর্ণ, ঈদ হবে সত্যিকারের আনন্দের।”

পরিশেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে নিরাপদ, সুস্থ ও ঈমানি চেতনায় পূর্ণ ঈদুল আযহার কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি একে এম ফজলুল হক মিলন ভাই এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখার সদস্য সচিব হিমেল খাঁন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com