1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে সহায়তা প্রদান করেন জননেতা আনোয়ার হোসেন উজ্জ্বল  কিশোরগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার হেফাজতের হাটহাজারী পৌরসভা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদীর ইন্তেকাল হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা, ২ ব্যবসায়ীকে জরিমানা আনসার ও ভিডিপির উদ্যোগে কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিক ওসমান এহতেশাম, তাঁর মুক্তির দাবিতে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ অপ-চিকিৎসক মানিক খোনারের আস্তানা সিল গালা। গণমাধ্যমকে সতর্ক :শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা থানচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  রাজস্থলীতে প্রেসক্লাব গণমাধ্যম কর্মীদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ 

অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম সহ ১ কারিগর এবং ১৯৫০পিচ ইয়াবা সহ মাদক কারবারী আটক

প্রতিনিধি মোঃ মোর্শেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোর্শেদ আলম চৌধুরী

চকরিয়ায় অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ নুরুল আলম (৫২) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে চকরিয়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনার বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল আলম ওই এলাকার আবদুল বসুর ছেলে ও অস্ত্র বানানোর কারিগর বলে জানা গেছে।

চকরিয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

 

ধৃত আসামী নুরুল আলম এর বসতঘর হতে তৈরীকৃত অস্ত্রের অংশ বিশেষ এবং ‍অস্ত্র তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামাদি-(1) একটি দেশীয় অস্ত্রের তৈরিকৃত কাঠের বাটসহ বডি, যাহা লম্বা ১৭ (সতের) ইঞ্চি, (ii) দেশীয় অস্ত্র তৈরির ব্যারেল ৩৬ (ছত্রিশ) ইঞ্চি লম্বা ২ (দুই) টি, ০১ (একত্রিশ) ইঞ্চি লম্বা ০১ (এক) টি, ২৬ (ছাবিংশ) ইঞ্চি লম্বা ০১ (এক) টি, ২০.৫ ইঞ্চি ০১ (এক) টি, ১৭.৫ ইঞ্চি ০১ (এক) টি.১৬ ইঞ্চি লম্বা ০১ (এক) টি, ১৫.৫ ইঞ্চি লম্বা ০১ (এক) টি, ১৩.৫ ইঞ্চি লম্বা ০১ (এক) টি, (iii) চায়না রাইফেলের গুলির খালি খোসা ০১ (এক) টি, ৩০৩ রাইফেলের গুলির খালি খোসা ০১ (এক) টি, মাথাভাঙ্গা গুলি ০১ (এক) টি. (iv) ১২ (বোর) শর্টগানের কার্তুজ (লেডবল) ০২ (দুই) টি, কাতুর্জের খালি খোসা ০১ (এক) টি, (v) দেশীয় অস্ত্র তৈরির লোহার পার্টস ০৪ (চার) পিস, (vi) দেশীয় অস্ত্রে ব্যবহৃত তৈরিকৃত ট্রিগার ০৯ (নয়) টি. (vii) দেশীয় তৈরি অস্ত্রের ফায়ারিং পিন ০৫ (পাট) টি. (viii) দেশীয় অস্ত্র তৈরির মেশিন, যাহার নাম বাইচ, যাহা কাঠের সাথে সংযুক্ত, (ix) দেশীয় অস্ত্র তৈরির স্প্রিং ০২ (দুই) টি. (X) দেশীয় অস্ত্র তৈরির স্প্রিং ছোট ১২ (বার) টি, (xi) দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ওয়েলডিং মেশিন ০১ (এক) টি. ড্রিল মেশিন ০১ (এক) টি, ড্রিল মেশিনের ফল ছোট-বড় মোট ৩০ (ত্রিশ) টি, (xii) গ্র্যান্ডিং মেশিন ০১ (এক) টি, মেশিনের ব্রেড ১৩ (তের) টি. (xiii) দেশীয় অস্ত্র তৈরির বাটের যোগান লোহার তৈরি ছোট-বড় ০৪ (চার) পিস, (xiv) একটি কাঠের হাতলযুক্ত দা, যা লম্বায় ২০ (বিশ) ইতি, ০১ (এক) টি লোহার হাতলযুক্ত দা, যাহা লম্বায় ১৭ (সতের) ইঞ্চি, (xv) দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত লোহার বাটাইল ০৬ (ছয়) টি, লোহার হাতুড়ি ০২ (দুই) টি, ক্রু ড্রাইভার ০৩ (তিন) টি, করাত ০২ (দুই) টি, শান পাথর ০১ (এক) টি. (xvi) আড়ি ব্রেড ফ্রেমসহ ০১ (এক) টি, রেত ০৬ (ছয়) টি, প্লাস ০২ (দুই) টি. (XVII) শেলাই রেখা ০১ (এক) টি, (xviii) দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ছোট ছোট লোহার অংশ বিশেষ ৩০ (ত্রিশ) টি. (xix) দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ওয়েল্ডিং রড ১৬ (ষোল) টি সহ আসামী-নুরুল আলম (৬০), পিতা- আবদুল বসু, মাতা- নুরুজ্জাহান, সাং ভ্যৈারমারঘোনা, একটিকাখালী, ১নং ওয়ার্ড, ইউনিয়ন- বিএমচর, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার গ্রেফতার করা হয়। উপরোক্ত আসামী বিরুদ্ধে চকরিয়া থানার ,এফআইআর নং-৯, তারিখ- ০৪ জুন, ২০২৫; জি আর নং-২৭৪, তারিখ- ০৪ জুন, ২০২৫; সময়- রাত ০০.১৫ ঘটিকা ধারা- 19A The Arms Act, 1878 রুজু হয়। আসামী বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে’’

 

পৃথক আরোও একটি অভিযান পরিচালনা করে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী-মোঃ মফিজ (২৮), পিতা- মৃত জাফর আলম, মাতা- ফাতেমা বেগম, সাং- পশ্চিম লার পাড়া, মোহাম্মদ মফিজের বাড়ি, ১নং ওয়ার্ড, ইউনিয়ন- ঝিলংজা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। উপরোক্ত আসামী বিরুদ্ধে চকরিয়া থানার ,এফআইআর নং-১০, তারিখ- ০৪ জুন, ২০২৫; জি আর নং-২৭৫, তারিখ- ০৪ জুন, ২০২৫; সময়- রাত ০৩.০৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। আসামী বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com