1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক

কালীগঞ্জে জনতার দলের বৃক্ষ রোপণ 

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাজারে জনতার দলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জনতার দল কেন্দ্রীয় সংসদ ৫ থেকে ২০ জুন পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেন। তারই প্রেক্ষিত আজ ৮ই জুুন মোক্তারপুর ইউনিয়ন এর সাওরাইদ গরুর হাঁট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে বটগাছ , কৃষ্ণচূড়া, ভূপেন বিলাস, কাঠবাদাম ও নিমগাছ রোপণ করেন জনতার দলের সদস্য সচিব আলহাজ্ব আজম খাঁন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ এর ভারসাম্য রক্ষার্থে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে খেলার মাঠের পাশে নিম গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন জনতার দলের এর সদস্য সচিব আজম খাঁন, এসময় তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে জনতার দল সবসময় অগ্রণী ভূমিকা রাখবে। আমরা শুধু রাজনৈতিক সংগঠনই নই, সামাজিক দায়বদ্ধতাও পালন করি। দেশের বর্তমান জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষায় জনতার দলের ভূমিকা শুধু প্রতীকী নয়, বরং ধারাবাহিকভাবে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশ এর বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাচ্ছে জনতার দলের পক্ষ থেকে। আমাদের এই কর্মসূচি অবহ্যত থাকবে। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে। আমি কালীগঞ্জ উপজেলা জনতার দলের সকল নেতা, কর্মীদের সাথে নিয়ে কালীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সবুজ বনায়ন করার উদ্বেগ গ্রহণ করছি, আশা করি এই কর্মসূচী সফল হবে। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জনতার দলের সদস্য সচিব মুহাম্মদ নোমান, যুগ্ম আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ সাদেক মাস্টার, হাফিজুর রহমান বাবলু পালোয়ান, উপজেলা আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com