মোঃ আরিফুল ইসলাম আরীফ বিশেষ প্রতিনিধ
তিনি শুধু একজন প্রখ্যাত দলিল লেখক ও অভিজ্ঞ আমিন নন—তিনি এক সংগ্রামী ইতিহাস, এক নির্ভীক প্রহরী, যিনি জীবনের পরোয়া না করে সত্যের পতাকা হাতে ধরে রেখেছেন যুগের পর যুগ।
জনাব মোঃ ইকবাল হোসেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও অটল সৈনিক।
তিনি কখনোই অন্যায় বা স্বার্থের সঙ্গে আপোষ করেননি। দলের আদর্শে অবিচল থেকে বারবার নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, নিগৃহীত হয়েছেন—তবু দলবদল করেননি, আদর্শে ভাঙন ধরতে দেননি।
জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তিনি উৎসর্গ করেছেন দলের জন্য। পরপর জেল, সমাজের অবহেলা, ব্যক্তিগত জীবনের অগণিত ত্যাগ—কিছুই তাঁকে থামাতে পারেনি। পারিবারিক শান্তি, ব্যক্তিগত স্বপ্ন, আরাম-আয়েশ—সব বিসর্জন দিয়ে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন শুধুই দলের জন্য।
আজও তিনি বুকভরা ভালোবাসা নিয়ে বিএনপির পতাকাকে ধারণ করেন। চোখেমুখে সেই পুরোনো দিনের ত্যাগের দীপ্তি, কণ্ঠে অবিচল প্রতিজ্ঞার সুর। তিনি হলেন সেই বিরল মানুষ, যাঁর সংগ্রামী জীবন দেখে প্রজন্ম শিখবে কীভাবে আদর্শের জন্য কষ্ট সহ্য করতে হয়, কীভাবে ভালোবাসা মানে আত্মত্যাগ।