1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পলাশের ডাংঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ৩৮০০ পিছ ইয়াবাসহ কালীগঞ্জের শীর্ষ মাদক সম্রাট আরিফুল ইসলাম ও তাহার সহযোগী আরিফ শেখ গ্রেফতার রুমায় কেএনএ এর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল পরিমাণ অর্থ জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল থেকে বহিষ্কারের আদেশ  পলাশের ডাংগায় মোবারকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট শিক্ষার্থী-গ্রামবাসী একে অপরের পরিপূরক মোহাম্মদ সোলাইমান কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কারবালা মাহফিল ও ওরসে শাহ আহছানুজ্জামান হাশেমী (রহঃ) অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে ভাটিয়ারীর কদম রসুলে শোহাদায়ে কারবালা মাহফিল ও ওরসে শাহ আহছানুজ্জামান হাশেমী (রহঃ) এর
আশেকানে মোস্তফা (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যুব ও তরুণ পরিষদ কদম রসুল শাখার উদ্যোগে নানা ধারাবাহিক আয়োজন আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হয়।

গত ০৩ জুলাই শোহাদায়ে কারবালা মাহফিল ও ওরসে শাহ আহছানুজ্জামান হাশেমী (রহঃ) কদমরসুল গাউছিয়া তৈয়্যবীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, আল আমিন হাশেমী দরবদর শরীফের সাজ্জাদানশীন পীরে তরীকত, শায়খুল হাদীস আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (ম,জি,আ)।

আনজুমানে আশেকান মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরসুল শাখার সেক্রেটারী আবু সুফিয়ান শিবলুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী (মা,জি,আ), আশেকানে মোস্তফা (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তরুণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, হাফেয মওলানা মুহাম্মদ আবু সাইদ সিদ্দীকী, মওলানা মুহাম্মদ আবু সাইদ শাহীন সহ আরো অনেক ওলাময়ে কেরাম উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তাগণ উপস্থিত মুসল্লী ও মেহমানগণ সকলের উদ্দেশ্যে ধর্মীয় আলোকে দুনিয়াবি ও আখেরাতের কল্যাণময় পথের দিক নির্দেশনা দেন। ধর্ম ও জীবন সম্পর্কিত ইসলামিক আলোচনায় ও বক্তব্যে উজ্জীবিত করেন। বক্তারা এ সময় শাহ আহছানুজ্জামান হাশেমী (রহঃ) এর জীবনী আলোচনা এবং কারবালার ঘটনা থেকে প্রকৃত শিক্ষা নিয়ে মুসলমানদেরকে জীবন অতিবাহিত করার আহ্বান জানান। উক্ত মাহফিলের মাধ্যমে আল্লাহ এবং রাসূলের শানমান ঈমান আমলের শিক্ষনীয় বিষয় তুলে ধরেন। এবং দ্বীনের প্রতি ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের আল্লাহ ও রাসূলের পথে চলার দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও আরো দেশ বরেণ্য অনেক আলোম ওলামাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাসূল প্রাণপ্রিয় তৌহিদী জনতা ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন । মাহফিল ও ওরশ প্রাঙ্গনে আশপাশ অঞ্চল ও দূরদূরান্তের এলাকার হাজারো মানুষ ভক্ত আশেক অনুসারীদের উপস্থিতি মহা সমারোহে মিলন মেলায় পরিণত হয়।

আয়োজকদের সু-শৃংঙ্খল আয়োজনে সক্রিয়তায় সকলের সহযোগিতায় আন্তরিকতায় সবকিছুই সুন্দর সফল শান্তিপূর্ণভাবে সু-সম্পন্নভাবে হয়। যতটা নিয়মে মোনাজাতের দিয়ে শেষ হয়। এ সময় সকলের মাঝে বিতরণ করা হয়।

আগত উপস্থিত সকলের জন্য দোয়া করা হয়। যাতে সকলের নেক ইচ্ছা নিয়ত মকসুদ পূরণ হয়। সকলকেই যেন আল্লাহ তায়ালা সহিসালামতে হেফাজতে রাখেন। সকল বিপদ আপদ থেকে নিরাপদে রাখেন। সেই সাথে সারা মুসলিম জাহানের সকলের কল্যাণে জন্য দোয়া প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com