মোঃ নাসির উদ্দিন রাজশাহী)প্রতিনিধিঃ
দীর্ঘদিনের আত্নীয়তার সূত্র ধরে বাংলাদেশী মেয়ের সাথে বিবাহ হয়েছে ভারতীয় এক ছেলের। ছেলের নাম বিজন শাহা পিতার নাম, ব্রজেন শাহা, মাতার নাম উলপি শাহা বাড়ী ভারতের মান্দাপাড়া রামুরিয়া দক্ষিণ দিনাজপুর ভারত যার পাসপোর্ট নাম্বার U9223740,আর কনের নাম সম্পা রানী প্রামাণিক, পিতার নাম মৃগেল নাথ প্রমাণিক, মাতার নাম,শীলা রানি সরকার বাড়ি বাংলাদেশর মান্দা উপজেলার শাটইল গ্রামে তারা উভয় সনাতনী ধর্মের অনুসারী। ভারতীয় ছেলের ও বাংলাদেশী মেয়েটি বিবাহে উভয় পরিবারের সম্মতি ছিল। উভয়ের বিবাহ টি সনাতন ধর্মীয় অনুসারে এবং সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে ১১ই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে তাদের বিবাহ সম্পন্ন হয়। এখন বর ও কনে উভয় মিলে রাষ্ট্রীয় আইন মেনে ভারতে বসাবস করতে চাই।