মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, নেত্রকোনা জেলা শাখার আংশিক ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ৫ জুলাই ২০২৫ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আবুল বাশারকে সভাপতি এবং আদনান হোসাইন বাকিরকে সাধারণ সম্পাদক ও আজহারুল ইসলাম আকন্দকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর নেত্রকোনা জেলার ছাত্রদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত সভাপতি আবুল বাশার এক প্রতিক্রিয়ায় বলেন, নেত্রকোনার শিক্ষার্থী সমাজের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্রদের ন্যায্য দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ , সাধারণ সম্পাদক আদনান হোসাইন বাকির বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মূল চেতনা – শিক্ষা, অধিকার ও প্রগতি মূলনীতির ভিত্তিতে আমরা একটি সক্রিয়, সুসংগঠিত ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলব নেত্রকোনায়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন আমির হামজা, এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাবির আহম্মেদ , নতুন এই কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, তারা শিক্ষা, অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে কাজ করবেন এবং সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
এ বিষয়ে নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়েছেন।