1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক

নীলফামারীর নীল কুঠির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নীলফামারীর নীল কুঠির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ঐতিহাসিক স্থাপনা ‘নীল কুঠি’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হস্তশিল্প মেলা শুধু পণ্যের প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি, মেলাটি পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক মিলনমেলায়। আর এই আয়োজনে নতুন মাত্রা যোগ করেছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী লালনকন্যা সালমা।

শুক্রবার (১১জুলাই) রাত সাড়ে ৯ টায় ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এছাড়াও মেলার মূল মঞ্চে সংগীত পরিবেশন করেন সালমা। তার কণ্ঠে ‘ভাবের গান’, ‘লালনের বাণী’ ও ফোকধর্মী সংগীত শুনে আপ্লুত হয়ে পড়ে দর্শকশ্রোতা। গানের ফাঁকে ফাঁকে তিনি বলেন, “লোকগান শুধু সংগীত নয়, এটি আমাদের আত্মার আত্মীয়, আমাদের শিকড়।”

মেলায় অংশ নিয়েছেন জেলার বিভিন্ন উপজেলার হস্তশিল্পীরা। কাঠ, মাটি, বাঁশ, পাট ও সুতা দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের স্টলগুলো ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মেলার উদ্দেশ্য ছিল স্থানীয় শিল্পীদের তৈরি পণ্যকে পরিচিতির সুযোগ করে দেওয়া এবং হস্তশিল্পকে উৎসাহিত করা।

মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। পরিবার-পরিজন নিয়ে আসা অনেকে বলেন, শুধু কেনাকাটাই নয়, লোকগান শুনে হৃদয় ছুঁয়ে গেছে।

ডিমলা থেকে আগত এক দর্শনার্থী বলেন, “সালমার পরিবেশনা শুনে মনে হয়েছে, লোকসংগীত এখনো জীবন্ত, প্রাণবন্ত।

হস্তশিল্প মেলার এক আয়োজক বলেন, “দেশীয় সংস্কৃতি ও কৃষ্টি ধরে রাখতেই আমাদের এই আয়োজন। সালমার মতো খ্যাতনামা শিল্পীর উপস্থিতি পুরো মেলাকে প্রাণবন্ত করে তুলেছে।”

মেলাটি আয়োজন করে জেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় সংস্কৃতি সংগঠন। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য ও হস্তশিল্পকে দেশব্যাপী তুলে ধরার জন্য এ ধরনের মেলা অত্যন্ত কার্যকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com