চট্টগ্রামের বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধ করার চেষ্টা করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ।
আজ ভোরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামেছবি:
সংগঠনটির ফেসবুক পেজ থেকে নেওয়া
চট্টগ্রামের বাঁশখালীতে সড়কে গাছ কেটে ফেলে অবরোধ করার চেষ্টার ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাত চারটার দিকে উপজেলার সাধনপুর ও বৈলছড়ি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা হরতালের সমর্থনে এই চেষ্টা করেছেন বলে সংগঠনটির ফেসবুক পেজে দাবি করা হয়েছে। তবে ভোর পাঁচটার দিকে ফায়ার সার্ভিস গাছগুলো সরিয়ে ফেলে।গাছ কেটে অবরোধের চেষ্টার ভিডিও ও ছবি আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজে প্রচার করা হলেও ছবি বা ভিডিওতে লোকজনের জটলা কিংবা বিক্ষোভের কোনো চিত্র দেখা যায়নি।খোঁজ নিয়ে জানা যায়, এই দুই সড়ক আঞ্চলিক মহাসড়ক নামে পরিচিত। এটি দিয়ে সব সময়ই গাড়ি চলাচল করে। ভোররাত চারটার দিকে অবরোধের চেষ্টার পর এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।
জানতে চাইলে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আবদুল খালেক দুপুরে বলেন, ‘বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকা থেকে আমরা গাছ সরিয়েছি।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সড়কে গাছ কেটে ফেলে রাখার খবর পেয়ে পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। দুই–একজন করাত দিয়ে কাজ কেটে ছবি তুলে পালিয়েছেন বলে তাঁদের ধারণা।