মোঃ শহিদুল ইসলাম শহীদঃথানচি বান্দরবানঃ
উপজেলার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকি পূর্ণ বিষয়ে সরজমিনে গিয়ে,গত ২৪জানুয়ারি ২০২৫ এ প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক আমার দেশ পত্রিকায় যার শিরোনাম ছাত্রাবাসে ঝুঁকি নিয়ে বসবাস, প্রাণহানির শঙ্কা।
সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালের নজরে আসলে সরজমিনে গিয়ে পরিদর্শন করেন।
এই বিষয়ে তিনি বলেন ঝুঁকি পূর্ণ ভবন ছাত্রাবাসে সশরীরে গিয়েছি আসলে ঝুঁকিপুর্ন, ছাত্র ছাত্রীদের থাকার সুবিধার্থে ছাত্রাবাস নবনির্মাণের জন্য,উপজেলা প্রকৌশলী এস্টিমেট করে আলরেডি চিঠি পাঠিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসাসিং মারমা বলেন,ইউএনও স্যার এসে দেখে দেখে ছবি তুলে নিয়ে গেছে আসা করি এবার ভয়ভীতি মুক্ত থাকতে পারবো, যত দ্রুত সম্ভব ভবন পূর্ন নির্মাণ কাজ শুরু হলে, আমার শিক্ষার্থীদের জন্য ভালো হবে।এই ছাত্রাবাস ঝুঁকি পূর্ণ হওয়ার কারণে,ছাত্র ছাত্রীদের নিয়ে বসবাসে প্রাণহানির শঙ্কা রয়েছে।
উল্লেখ্য যে দৈনিক আমার দেশ ও দৈনিক অনলাইন তালাশ পর্ব২১ পত্রিকার প্রতিনিধি ছাত্রাবাস ঝুঁকি পূর্ণ ছাত্রবাস প্রাণহানির শঙ্কা বিষয়ে পাঠানো প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো।
বার্তা প্রেরক
মোঃ শহিদুল ইসলাম শহীদ
থানচি বান্দরবান।
০১৮২৮৭৭৪৫৪৭