মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরে কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার (১৯ই জুলাই) বিকাল৪ ঘঠিকার সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কালীগঞ্জ পৌর ছাত্র দলের আহব্বায়ক মাজাহারুল ইসলাম এর সভাপতিত্বে ও কালীগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো: হুমায়ূন কবির মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো: ইব্রাহিম প্রধান, ,কালীগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, ঢাকা কলেজ এর সহ সাংগঠিনক সম্পাদক এবিএম সিদ্দিক, আলোচনা সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি যোবায়ের, সদস্য সচিব পিয়াল, কালীগঞ্জ পৌরছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ওয়াসিমুল মেরাজ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কালীগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুফতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।