নিজস্ব প্রতিবেদক”
কক্সবাজারের চকরিয়ার ডেমুশিয়া ইউনিয়নে শিশু কন্যা সন্তানসহ চাচিকে নিয়ে পালিয়েছেন ভাতিজা”এঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে’ রবিবার ২০” জুলাই সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ড মুছা পাড়া এলাকায় এঘটনা ঘটে। এবিষয়ে ক্ষুব্ধ হয়ে অভিযোগকারী মোহাম্মদ আজিজ জানান তার আপন ভাই প্রবাসী রবিউল হাসান জীবিকার তাগিদে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছেন। এর সুযোগে তার ভাবী জান্নাতুল মাওয়া এলি একই এলাকার দূঃসম্পর্কের ভাতিজা হারুনর রশীদের পুত্র আরিফুল ইসলামের সঙ্গে দীর্ঘ ৩বছর ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন। জানা যায় রবিউল হাসানের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান ও আছে। অভিযোগকারী আরো জানান ইতিপূর্বে আপত্তিকর অবস্থায় এদের দু’জনকে একবার হাতেনাতে ধরেছেন স্থানীয় লোকজন। এঘটনায় সামাজিক বিচার শালিশের মাধ্যমে বিষয়টি নিভৃত করা হয়। এরপরেও দুজনের মধ্যে গোপনে সম্পর্ক চলমান ছিলো। সর্বশেষ আজ ভোর ৪টার দিকে বাচ্ছাসহ দুজনে পালিয়ে যায়। জান্নাতুল মাওয়া এলি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার এলাকার মাহবুব আলমের মেয়ে। বেশ কয়েকবছর পূর্বে প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ্ হয় তাদের। তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। প্রবাসী ভাইদের সতর্ক হওয়ার অনুরোধ৷ #পরকীয়ার