1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদে আশু সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতঃ  রংপুর জেলায় নারী পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত রংপুরের এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ১ আহত ১০ জন সীতাকুন্ড ও লালমনিরহাটের চাঞ্চল্যকর হত্যার আসামী আটক ৩ : র‌্যাব-৭, ১৩ যৌথ অভিযানে। চট্টগ্রামে লুমিনাস গ্রুপের কৃষি সম্মাননা ও সেমিনার অনুষ্ঠিত আমার দেশে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুঁকি পূর্ণ ছাত্রাবাস পরিদর্শন চকরিয়া ঢেমুশিয়াতে চাচিকে নিয়ে পালালেন ভাতিজা”এলাকাজুড়ে চাঞ্চল্য” সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর ‎ হাফিজুর রহমান খান, মহেশখালী পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ ‎ ‎হাফিজুর রহমান খান ‎মহেশখালী পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ 

চট্টগ্রামে লুমিনাস গ্রুপের কৃষি সম্মাননা ও সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ধারাবাহিক আয়োজন ও নানা জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে” মাটি বাঁচান,কৃষি বাঁচান,দেশ বাঁচান” স্লোগানে লুমিনাস গ্রুপের কৃষি সম্মাননা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৯,জুলাই বিকালেচট্টগ্রামের স্টেশন রোডে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে, হোটেল সৈকত হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো। মাটি বাঁচান, কৃষি বাঁচান,দেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এতে Sustainable Agricultural & Farmers Award Ceremony 2025 আয়োজক প্রতিষ্ঠান লুমিনাস গ্রুপের এই উদ্যোগ কে দেশের কৃষি ও কৃষকদের প্রতি একটি সময় উপযোগী সম্মান ও সৃকৃতি হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিব হোসেন, ডিরেক্টর মার্কেটিং জনাব এম আর ম্যাক মাসুদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামীম আহমেদ, , সি ইউ মোঃ হাজী মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া, ডেপুটি ডিরেক্টর হেকিম আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ডিরেক্টর বদরুদ্দোজা ইমন, ডেপুটি ডিরেক্টর, কৃষি বিভাগীয় ডিপুটি ডিরেক্টর মোঃ আব্দুস সুবাহান, সীতাকুণ্ড উপ সহকারী কৃষি কর্মকর্তা নাজিম উদ্দীন,মোঃ আবুল মুনসুর, মিত্রা বিশ্বাস, এক্সিকিউটিভ ডিরেক্টর নুরের নবী, এক্সিকিউটিভ ডিরেক্টর বিশু কান্তি দাশ, ডিবিশনাল ট্রেইনার মোহররম আলী, দৈনিক বাংলার দিগন্ত পত্রিকা র চট্টগ্রাম বিভাগীয় ব্যোরো প্রধান, মোঃ ইউনুস সহ প্রমুখ।

লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রাকিব হোসেন ওনার বক্তব্যে বলেন, তিনি বলেন, সবচেয়ে অবহেলিত হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা। তাদের যেকোনো কারণে কৃষি সম্পর্কে একটু জ্ঞান কম থাকার কারণে, তাদের যেভাবে সেভাবেই আমরা ব্যবহার করি। আর আমাদের আজ থেকে পাঁচ বছর আগে, আমরা স্বপ্ন দেখে ছিলাম। বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। এই নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে লুমিনাস গ্রুপের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, আজকে কৃষক ভাইদের আওয়াজ তুলতে হবে এবং স্যারদেরও আওয়াজ তুলতে হবে। যে কোম্পানি গুলো কৃষিতে ভেজাল দিচ্ছে , বিষ প্রয়োগ করছে, তাদেরকে আমরা বয়কট করি। আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের সবার আগে,আমরা নিরাপদ অর্থনীতি চাই। নিরাপদ খাদ্যে চাই। নিরাপদ চিকিৎসা চাই। এই তিনটার ভিতরে পুরো সমাজ জড়িত। সবার আগে আমাদের মেধা বিকচিত হচ্ছে। একটা জায়গায় যদি আমরা কারেকশন করতে পারি। আমরা বিপ্লব ঘটাতে পারি,তাহলে আমাদের সত্যি সত্যি সুন্দর হবে। আমাদের লুমিনাস গ্রুপের আজকে আমরা ওয়াদা করতেছি। এবং আপনাদেরও ওয়াদা করতে হবে যে বাংলাদেশে আমরা ভেজাল যুক্ত পণ্য ব্যবহার করবো না। ভেজাল মুক্ত খাবার আমরা খাবো।

এতে উপস্থিতরা তাদের বক্তব্যে লুমিনাস গ্রুপের সম্পর্কে বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি সেরা গ্রুপ হিসেবে পরিনত হবে লুমিনাস কোম্পানি।
সেমিনারে অন্যান্য আলোচকরা বলেন, কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশের জনসংখ্যা দ্রুত বাড়ছে, সেই তুলনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি খাদের আধুনিকায়ন এখন সময়ের দাবি।
সংবিধান অনুযায়ী জনগণের পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নয়নে কৃষি বিলম্ব ও কৃষি টেকসই ব্যবস্থার বিপ্লব নেই। কৃষি বিপ্লব ও টেকসই কৃষি ব্যবস্থার বিকল্প নেই বলেও বক্তারা মন্তব্য করেন।

“আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই “চমৎকার স্লোগানে মুখরিত হয়েছে পুরো হল অডিটোরিয়াম।
অনুষ্ঠানে লুমিনাস গ্রুপ তাদের নতুন কৃষি পণ্য বাজারে উন্মোচন করে এবং বৃদ্যমান পণ্যের গুণগত মান ও কার্যকারিতা তুলে ধরে। এই উদ্যোগ দেশের কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং টেকসই ব্যবস্থার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা জানান। কৃষিকে ভালবাসুন, কৃষকের পাশে থাকুন।লুমিনাস এর সাথে থেকে করুন একটি সবুজ সমৃদ্ধ বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com