মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম সীতাকুন্ড থানা ও লালমনিরহাট হাতীবান্ধা থানার
পৃথক দুটি মামলার পলাতক আসামী আটক র্যাব – ৭ ও র্যাব ১৩ এর যৌথ অভিযানে। পৃথক ০২টি অভিযানে সীতাকুন্ড থানার আলোচিত কলিম উদ্দিন হত্যা মামার প্রধান আসামী মোঃ সাখাওয়াত হোসেনকে র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার। এবং লালমনিরহাট জেলার চাঞ্চল্যকর আবু সামা হত্যা মামলার এজাহারনামীয় ০১নং আসামী মোঃ হাসেম আলী এবং ০২নং আসামী মোঃ শাহিন কে র্যাব-৭, ১৩ যৌথ অভিযানে।
২০ জুলাই,পৃথক দুটি অভিযানের একটি অভিযানে
বিকাল টায় আভিযানে জোরারগঞ্জ থানাধীন জামালপুর এলাকায় অভিযানে ০১নং এজাহারনামীয় পলাতক আসামী আসামী মোঃ সাখাওয়াত হোসেন (৪২), কে গ্রেফতার করে। ( সীতাকুন্ড থানায় মামলা নং-৪৫, তারিখ-৩০ মে,২৫ইং,)
অন্য অভিযানে ২০ জুলাই,রাত ১০টায় ০১নং এবং ০২নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ হাসেম আলী এবং মোঃ শাহিন পতেঙ্গা থানা এলাকায় অবস্থানকালে র্যাব-৭ ও র্যাব-১৩, রংপুর এর যৌথ আভিযানে পতেঙ্গা থানাধীন ধুমপাড়া এলাকা হতে আসামী ১। মোঃ হাশেম আলী (৪২), পিতা- মোঃ বাছের আলী ২। মো শাহীন (২২), পিতা- মোঃ হাশেম আলী, উভয় সাং-ঠেংঝাড়া, থানা-হাতীবান্ধা, জেলা-
লালমনিরহাট’দের আটক করে। (হাতীবান্ধা থানার মামলা নং-৪২, তারিখ ২৭ জুন,২৫ইং)
র্যাব সূত্রে জানা যায়, গত ২০ জুলাই, র্যাব-৭, পতেঙ্গা এবং জেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক ০২টি অভিযানে সীতাকুন্ড থানার চাঞ্চল্যকর মোঃ কলিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাখাওয়াত হোসেন’কে জোরারগঞ্জ থানা এলাকা হতে এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার চাঞ্চল্যকর আবু সামা হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ হাসেম আলী এবং মোঃ শাহিনদের মহানগরীরর পতেঙ্গা থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে