মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম : সারাদেশে এনসিপির নানান ধরনের উস্কানি বক্তব্যের জেরে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের বিটাক বিসিক শিল্পাঞ্চলে বিক্ষোভ প্রতিবাদ মিছিল ধারাবাহিক আয়োজনে সুসম্পন্ন হয়েছে।
২১ জুলাই বিকাল ৩টায় পাহাড়তলী থানা এলাকার পাহাড়তলী বিটাক বিসিক শিল্পাঞ্চলে মহানগর ও পাহাড়তলী থানা এলাকার শ্রমিক দলের নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি হয় বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে এনসিপির নানান ধরনের উস্কানি বক্তব্যের জেরে।
এ সময় চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নিয়াজী সহ বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুন মামলা সহ বিভিন্ন অত্যাচারে জর্জরিত। এখনো ফেসিস্টরা জেগে আছেন ওরা এখন ছদ্মবেশি হয়ে বিভিন্ন জায়গায় বিএনপি ও আমাদের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ইদানিং দেখা যাচ্ছে এনসিপির কিছু নেতারাও বিএনপির ঊর্ধ্বতন নেতাদের বিরুদ্ধে উস্কানি মূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সভাপতিত্ব করেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক দল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম নিয়াজী, সঞ্চালনায় মোঃ সারোয়ার হোসেন, সভাপতি পাহাড়তলী থানা ওয়ার্ড।
নজরুল ইসলাম নিয়াজীব সভাপতি চট্টগ্রাম মহানগর শ্রমিকদল, মোহাম্মদ সারোয়ার হোসেন সভাপতি পাহাড়তলী, মোহাম্মদ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক শ্রমিক দল, মোহাম্মদ মামুন মোঃ মোশারফ মোঃ আরিফ মোঃ রিয়াজ সহ অত্র অঙ্গ সংগঠনের আরো অনেকেই
উপস্থিত ছিলেন।