চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা, এলডিপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম মহোদয়ের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের দ্রুত রোগমুক্তি কামনায় চন্দনাইশের শাহ আমিন উল্লাহ (রঃ) মাজার মিলাদ ও দোয়া মাহফিল সম্পুর্ন হয়েছে । মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ আল মাসুদ, যুগ্ম আহ্বায়ক কাজী রয়েল,যুগ্ম আহ্বায়ক রবিউল করিম রবি , সদস্য মোহাম্মদ মারুফ, মোহাম্মদ মোশারফ, মোহাম্মদ মাহাফুজ ইসলাম। এছাড়াও চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিনহাজ, শহিদুল ইসলাম, ইকবালসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।