1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
হাটহাজারী পার্বতী স্কুল মাঠে বাণিজ্য মেলা বন্ধে ব্যবসায়ী ও ক্রীড়াবিদদের দাবি চমেকে ভুল চিকিৎসায় সাংবাদিকের মায়ের মর্মান্তিক মৃত্যু রংপুর মহানগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে ফল উৎসব ও বৃক্ষ উপহার অনুষ্ঠিত। কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাটহাজারী পার্বতী স্কুল মাঠে বাণিজ্য মেলা বন্ধে ব্যবসায়ী ও ক্রীড়াবিদদের দাবি মাইলস্টোনে দুর্ঘটনায় নিহত রাঙামাটির সন্তান উক্যছাইংয়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমান বাহিনী বান্দরবানে লামায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, জনজীবন বিপর্যস্ত বিশেষ প্রতিনিধি রাজনীতিবিদদের ছত্রছায়ায় অপরাধীরা- বাঁশখালী তৈলারদ্বীপ সেতুর নতুন টোল: জনমনে পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া পটুয়াখালীতে ছাত্র-জনতা বিরোধী কর্মকর্তার আয়োজনে ‘জুলাই যোদ্ধাদের’ অংশগ্রহন নিয়ে বিতর্ক।

বীরবিক্রম আরব আলী গেইট ও বীর প্রতীক ওয়াজিউল্লাহ ফায়ারিং রেঞ্জ উন্মোচন 

মোঃ শহিদুল ইসলাম শহীদ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদ বিশেষ প্রতিনিধি

বীরবিক্রম আরব আলী গেইট এবং বীরপ্রতিক ওয়াজিউল্লাহ ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ এর নামফলক উম্মোচন করা হয়েছে।

 

স্বাধীনতা সংগ্রামের গৌরবময় সৃতিময় বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়ন, বান্দরবান সেক্ট রের অধীন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সীমান্তে অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চলে সীমান্ত রক্ষা, বিভিন্ন সশ্রস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা, বিভিন্ন সীমান্ত অপরাধ দমনকাজ পেশাদারিত্বের সাথে সফলভাবে পালন করে আসছে।

 

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল এর ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন ইপিআর সদস্য যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শন করেছেন তাদের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করেন। এ প্রেক্ষিতে, ১৯৭১ সালে ২৭ শে জুন শতাধিক পাকিস্তানি সেনা লড়ি ও জীপ গাড়ি নিয়ে যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার গঙ্গানন্দ্রপুর ইউনিয়নে অবস্থান নিলে তৎকালীন ইপিআর সদস্য আরব আলী এবং তার দলবল নিয়ে পাকিস্তানি সেনাদের উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অনেক পাকিস্তানি সেনাকে নিহত করেন। নায়েক আরব আলী ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে অসীম সাহসিকতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ‘‘বীরবিক্রম’’ উপাধিতে ভূষিত করেন। তার এ অবদানকে স্মরণীয় করে রাখতে বলিপাড়া ব্যাটালিয়নের ১নং গেইট, বলিপাড়া এর নাম পরিবর্তন করে বীরবিক্রম আরব আলী গেইট, বলিপাড়া নামকরণ করা হয়েছে। এছাড়াও, তৎকালীন ইপিআর সদস্য হাবিলদার ওয়াজিউল্লাহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ‘‘বীরপ্রতীক’’ উপাধিতে ভূষিত করেন এবং তার এ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ২৩জুলাই২০২৫, বুধবার দুপুর দেড়টায়,বলিপাড়া ব্যাটালিয়নের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ, বলিপাড়া এর নাম পরিবর্তন করে ‘বীরপ্রতীক ওয়াজিউল্লাহ ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ, বলিপাড়া’ নামফলক উন্মোচন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বীরপ্রতীক ওয়াজিউল্লাহ এবং বীরবিক্রম আরব আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতা ও নেতৃত্ব প্রদর্শন করে জাতির স্বাধীনতা অর্জনে অমূল্য অবদান রেখেছেন। তাদের বীরত্ব আমাদের মাতৃভূমির জন্য আত্মত্যাগের মহান ইতিহাসের স্মারক স্বরূপ। এই নামফলক উন্মোচন বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে প্রেরণা হিসেবে বহন করবে এবং সীমান্ত রক্ষাকারী বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধি করবে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যবৃন্দ ছাড়াও বীরবিক্রম আরব আলী এর ছেলে মোঃ হাতেম আলী (সুমন) উপস্থিত ছিলেন।

 

এতে প্রধান অতিথি কর্তৃক নামফলক উম্মোচন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

 

পরিশেষে, খেতাব প্রাপ্ত

মুক্তিযোদ্ধাদের নামে বলিপাড়া ব্যাটালিয়নের ১নং গেইট এবং ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ উদ্বোধনের মাধ্যমে সকল বিজিবি সদস্য তথা অত্র এলাকার আপমর জনসাধারণ তাদের এ অবদানের দ্বারা অনুপ্রাণিত হবে বলে প্রধান অতিথি ওনার মূল্যবান বক্তব্যে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com