মোঃ শহিদুল ইসলাম শহীদ বান্দরবানঃ
সারাদেশের মতো জেলা সদরসহ সাতটি উপজেলার জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তার অংশ হিসেবে ২৬জুলাই ২০২৫ সকাল সকাল দশটায় থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ নিজাম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃমোঃ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থানচি কর। কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন,থানচি কলেজ প্রভাষক আবুল হাসেম, সাংবাদিক মংবোয়াংচিং মারমা অনুপম, চিংথোয়াই অং মারমা। শপথ পাঠের মধ্যে ছিল মানবিক ও নৈতিক, দারিদ্র্য মুক্ত, সহিংসতা মুক্ত মানবিক সাম্যের দেশ, গ্রামে শহরে মানবাধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা, নারী শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে করা ইত্যাদি বিষয়ে শপথ বাক্য পাঠ করা হয়।প। প্রজেক্টেরের মাধ্যমে ওসমানী মিলনায়তন থেকে সরাসরি প্রদর্শন করা হয়। এতে সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা প্রতিনিধি মোঃ আমীর হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় অফিস সহকারী মোঃ এমরান হোসেন।