স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের রোয়াংছড়িতে মদ্যপানের সময় বাকদন্ডিতা জেরে উসাইশৈ মারমা (১৮) নামে এক যুবকের পিটিয়ে হত্যার করেছে বন্ধুরা। এ ঘটনায় অপর দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত-রাত ২টায় আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধা এলাকার দেবকুম সড়কের এ ঘটনাটি ঘটে। আজ রবিবার দুপুরে একই ইউনিয়নের তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী থেকে উসাইশৈর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উসাইশৈ মারমা (১৮), সে নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খক্ষ্যং হেডম্যান পাড়ার শৈশৈ নু মারমা ছেলে। বর্তমানে কচ্ছপতলী বাজারে বসবাস করেন। গ্রেফতারকৃত হলেন- বাসামং ছেলে হ্লাথোয়াই মারমা (৩৫) মারমা ও চিংনুমং ছেলে উনুপ্রু মারমা(২৬)। তারা দুজনই শীলবান্ধা পাড়া বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত শুক্রবার রাতে তিন বন্ধু মিলে শীলাবান্ধায় গ্রামে মদ্যপান করেন। সেখানে গভীর রাত পর্যন্ত মদ্যপানে মেতে ছিল। হঠাৎ নেশাগ্রস্ত অবস্থায় তাদের মাঝে বাকদন্ডিতা শুরু হয়। রাগান্বিত হয়ে উসাইশৈ যুবককে এলাকার সিড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়ে আহত করেন। এতে ক্ষান্ত না হয়ে তার মাথায় পাথর দিয়ে বাড়ি মেরে হত্যা করে খালের ভাসিয়ে দেয়। ঘটনার শোনার পর পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার করা হয়।ফ্যামিলি ট্যুর প্যাকেজ আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তংচঙ্গ্য বলেন, গত শুক্রবার মদ্যপানকে কেন্দ্র করে বাকদন্ডিতা জেড়ে বন্ধুকে বন্ধু খুন করে। দুদিন পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।