মোঃ শহিদুল ইসলাম শহীদ
জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই আগমন করেন আগমনকালে থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা শিক্ষক শিক্ষার্থী বৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।
৪ আগস্ট২০২৫,সোমবার সকাল ১১টায় আগমন পরবর্তী জেলা পরিষদ (বান্দরবান)এর আয়োজনে থানচি কলেজ মাঠে কৃষকদের মাঝে মাঝে প্রতি কৃষককে আম, কফি, কাজু বাদাম, লেবু,মাল্টা, বাঁশ, অর্জুন, গামারী, গর্জন টি চারা, রাসায়নিক, কম্পোষ্ট , কীটনাষক, গরু বাছুর,ছাগল ছানা, শুকর ছানা,নারীদের মাতৃদুগ্ধ ভাতা নগদ টাকা,সেলাই মেশিন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
এতে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (থানচি)মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা,এ্যাভোকেট উবাথোয়াই মারমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারী বেসরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরবর্তী চেয়ারম্যান থানজামা লুসাই থানচি বাজারের বাজার সেট, উপজেলা পরিষদ ভবন, থানা, বিজিবি চেক পোস্ট,সেগুম ঝিড়ির ঝুলন্ত সেতু সমূহের পরিদর্শণ করেন, এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার কথা বলেন।