স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি মানববন্ধন করেছে বান্দরবানের লামায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার (০৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় লামা উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিকরা বলেন, প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একইদিনে গাজীপুরে আরো এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্বর রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, মুহাম্মদ কামালুদ্দিন, সাহাব উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ তৈয়ব আলী, নুর মোহাম্মদ মিন্টু, নুরুল করিম আরমান, খগেশ প্রতি চন্দ্র খোকন, মোঃ ফরিদ উদ্দিন, বেলাল আহমদ, এম বশিরুল আলম, আবুল হাসেম, চৌধুরী মোহাম্মদ সুমন মোঃ মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী প্রমূখ।
বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দেন, এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।