এস এম হানিফ আলী
জাতীয় ক্রাইম রিপোর্টক্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখা উপ-কমিটির চেয়ারম্যান অরুপ চন্দ্র
উল্লেখিত স্মারকের প্রেক্ষিতে আপনাকে জানান যাচ্ছে যে আপনি অরুপ চন্দ, সভাপতি চট্টগ্রাম বিভাগীয় শাখা উপ-কমিটির দায়িত্ব নেওয়ার পর হইতে অদ্রবধি কেন্দ্রীয় অফিস ঢাকার সাথে কোনরুপ যোগাযোগ রক্ষা না করে উক্ত কমিটির কার্যক্রম পরিচালনা করছেন, যাহা সংগঠনের কাজের পরিপন্থী, এই লক্ষে আপনার আপনার কমিটির কার্যক্রম স্থগিত করা হইল। এছাড়া আপনার সদস্যদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সলের মে মাসে। আপনি আপনার সদস্যদের আইডি কার্ড পুনরায় নবায়ন না করায় আপনি সহ আপনার সদস্যগন অবৈধ ভাবে কার্ড ব্যবহার করছেন বিধায় ঢাকা কেন্দ্রীয় অফিস থেকে উক্ত কমিটির সদস্যদের আইডি কার্ড ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া গেল। এবং ২১জন সদস্যের ১ফর্দ তালিকা প্রেরন করা হইল।
সংযুক্ত:
১) জেলা প্রশাসক চট্টগ্রাম।
২) পুলিশ কমিশনার (সিএমপি) চট্টগ্রাম।
৩) ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম।
৪) কোম্পানি কমান্ডার র্যাব, চট্টগ্রাম।
৫) পুলিশ সুপার, চট্টগ্রাম।
৬) অফিস ইনচার্জ সদর থানা, চট্টগ্রাম।
৭) সভাপতি প্রেস ক্লাব, চট্টগ্রাম।
৮) অফিস কপি।
এস, এম হানিফ আলী
প্রতিষ্ঠাতা মহাসচিব (জেসিআরএস)
মোবা- ০১৭১১৭৮৪৮০১