মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তর থানচি।
১২ই আগষ্ট২০২৫, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা খালেদ মোহাম্মদ মুজাহিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
এতে বিশেষ অতিথি থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃমোঃ শরিফুল ইসলাম,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জমির উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন যুবক যুবতী শিক্ষক শিক্ষার্থী,যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সুবিধা গ্রহণ কারি, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
শুরুতে পদযাত্রা,যুব শপথ পাঠ, আলোচনা সভা ও এগারোজন সদস্যদের কিস্তি মাধ্যমে পরিশোধ যোগ্য টাকা প্রদান করা হয়।