পানি উন্নয়ন বোর্ডের জায়গা আওয়ামী লীগের সাবেক এম. পি ও মন্ত্রী মরহুম আফসারুল আমিন আবেদনে হাঁস মুরগী, গবাদী পশু খামার অ্যাংকরেজ কনটেইনার ডিপু
এস এম হানিফ
চট্টগ্রাম পাহাড়তলী – হালিশহর দক্ষিণ কাট্টলী এলাকায় পোর্ট কানেক্টিং রোডস্থ অ্যাংকরেজ কনটেইনার ডিপু লিমিটেড কর্তৃক পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্ত পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধ ও বেআইনিভাবে ইজারা গ্রহণ এবং উক্ত জমিতে বিধি বহির্ভূত ভাবে কন্টেইনার টার্মিনাল স্থাপনের বিষয়ে আপত্তি দাখিল।
পানি উন্নয়ন বোর্ডের জায়গা সাবেক এম. পি ও মন্ত্রী মরহুম আফসারুল আমিন আবেদনে কেবল হাঁস মুরগী, গবাদী পশু পালন ও ঘাস, গাছ রোপণ করার জন্য ইজারা প্রদান করা হলেও তা না করে ইজারা গ্রহীতা ইজারাকৃত জমি ব্যবহারের শর্ত গোপন রেখে কাস্টম ও বন্দর কর্তৃপক্ষ হতে অনুমতি ও লাইসেন্স গ্রহণ করে উক্ত জমি ও তথসংলগ্ন জমি নিয়ে অ্যাংকরেজ কনটেইনার লিমিটেড নামেয় বাণিজিক ও শিল্প প্রতিষ্টান গড়ে তুলেন।
কোনো বাক্তি সংসদ সদস্য থাকাকালীন সরকারী কোনো সম্পত্তি নিজ নামে ক্রয়, বিক্রয়, ইজারা, ভাড়া, দখল ইত্যদি মাধমে গ্রহণ, দখল ও ভোগ করা আইনের পরিপন্থি হলেও মরহুম আফসারুল আমিন এম.পি ও মন্ত্রী থাকাকালীন তাঁর নিজ নামে ক্ষমতা অপব্যবহার করে পানি উন্নয়ন বোর্ড এর সম্পত্তি ইজারা গ্রহণ করেন যা ওনার ওয়ারিশগনের ভোগদখলে রয়েছে।
বেসরকারি আই. সি. ডি/সি.এফ.এস স্থাপন নীতিমালা ২০১৬ অনুসারের সংলিষ্ট বন্দর হতে ২০ কিলোমিটার দূর এলাকায় এবং জাতীয় মহাসড়ক হতে সংযুক্ত সংযোগ সড়ক অবস্থিত জমিতে আই সি.ডি নির্মাণ করার শর্ত থাকলেও অ্যাংকরেজ কনটেইনার লিমিটেড নামেয় প্রতিষ্টান নির্মাণ করার ক্ষেত্রে তা মানা হয়নি। এই বিষয়ে ইতোপূর্বে ইলেক্ট্রনিক মিডিয়া চ্যানেল২৪ এ প্রতিবেদন প্রকাশ করা হলে আই.সি.ডি নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক আবেদিত অপর এক অনুমতি জাতীয় রাজস্ব বোর্ড বাতিল করেন, অপর দিকে মরহুম আফসারুল আমিন মালিকানাধীন অ্যাংকরেজ কনটেইনার লিমিটেডকে আই.সি.ডি নির্মাণের অনুমতি প্রদান করেন যা একই আইনের ভিন্ন ভিন্ন প্রয়োগের বাস্তব উদাহরণ।
অ্যাংকরেজ কনটেইনার ডিপু লিমিটেড এর অবস্থান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধিভুক্ত এলাকায় হলেও অ্যাংকরেজ কনটেইনার ডিপু লিমিটেড নির্মাণ কার্য শুরুর পূর্বে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ হতে ভুমি ব্যবহারের ছাড়পত্র ও নির্মাণ অনুমতি গ্রহণ করেনি ।
আইসিডি লাইসেন্স প্রদানের পূর্ব শর্তে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর হতে পূর্ব অনুমতি গ্রহণের আবশ্যকতা থাকলেও অত্র অনুমতি সমুহ ব্যথি রেখে আইসিডি পরিচালনার জন্য কাস্টম বন্ড লাইসেন্স প্রদান করা আইসিডি নীতিমালা ও কাস্টম এক্টের এর বিধিমালা স্পষ্টটত লঙ্ঘন দৃশ্যমান ও প্রমাণিত ।
উপরোক্ত অসামানঞ্জস্যতা ও অনিয়ম সমূহ বিবেচনায় এনে অ্যাংকরেজ কনটেইনার ডিপু লিমিটেড বরাবরে আপনার দপ্তর কর্তৃক অনুমোদিত কাস্টম বন্ডেড ওয়ার হাউস লাইসেন্সের নবায়ন ও এর কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত করা সহ একই লাইসেন্সের অধীনে আর কোন কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান না করার জন্য মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ প্রদান করছি।