মোঃ শহীদুল ইসলাম শহীদ
থানচি বান্দরবান বেসরকারি এনজিও সংস্থা কারিতাসের আয়োজনে ১৭ই আগষ্ট ২০২৫,রবিবার সকাল দশটায়,সিপিপি পিএইপি-২ প্রকল্পের থানচি উপজেলা ফোরাম অনুষ্ঠিত হয়।
উক্ত ফোরামে সভাপতিত্ব করেন থানচি উপজেলা মাঠ কর্মকর্তা মি:হাঁদি চন্দ্র ত্রিপুরা।এতে আরো উপস্থিত ছিলেন ফোরামের সাংবাদিক প্রতিনিধি মো:শহিদুল ইসলাম। সদস্য গিদিজয় ত্রিপুরা, শান্তিরঞ্জন ত্রিপুরা।
সার্বিক সঞ্চালনায় ছিলেন মাঠ সহায়ক কারিতাস ছাইন থোয়াই গ্য চাক।
এসময় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ বিশেষ করে জন্মনিবন্ধন,এন আইডি, কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে আলোচনা করা হয়।
এতে উপজেলার বিভিন্ন পাড়া গ্রাম থেকে আগত ফোরামের সদস্য সদস্যা অংশগ্রহণ করেন।