ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
রংপুরে বৈষম্য নিরসনে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে,বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে রংপুরের ডেমক্রেসিওয়াচ’র আঞ্চলিক কার্যালয়ে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
ডেমক্রসিওয়াচ’র ‘জেন্ডারসমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) ’বিষয়ক প্রকল্পের অংশ হিসাবে জিএফএ’র কারিগরি সহায়তায় ও কানাডিয়ান হাইকমিশন এবং সুইজারল্যান্ড দূতাবাস এর আর্থিক সহযোগিতায় প্রকল্পটি রংপুরের মিঠাপুকুর, গংঙ্গাচড়া, বদরগঞ্জ ও রংপুর সদরে বাস্তবায়িত হচ্ছে।
ডেমক্রেসিওয়াচের তত্বাবধানে সহযোগী সংস্থা হিসেবে রংপুরে সোসাল ইকুয়ালিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট’র (সিড) কাজ করছে।
রংপুর নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও মমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতানা আক্তারের সভাপতিত্বে ও দৈনিক ৫২’র আলোর বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন ও আখেরুজ্জামানের যৌথ সঞ্চালনায় সভায় রংপুর সদর নাগরিক প্লাটফর্ম আগামী তিন মাসের পরিচালনা নির্দেশিকার উপর আলোচনা করেন ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের জেলা কর্মসূচি সমন্বয়কারী শামীমা আক্তার ও সিনিয়র কর্মসূচী কর্মকর্তা রাখী গোপাল দেবনাথ।
আলোচনা সভায় সদস্যরা বলেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমেই সমাজ উন্নয়ন সম্ভব, সরকারের একার পক্ষে সকল উন্নয়ন করা সম্ভব নয়।
জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই এলাকার উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে,সকলের অংশীদারত্বের নিশ্চিত করার জন্য স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন সদস্যরা।
স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহনে প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের ঐক্য গড়ে তুলতে হবে।