মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে পূর্ব শত্রুতা জেরে তিন কিশোরকে জখমের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র মাহিন হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। শনিবার (২৩ আগস্ট) বিকেলে কাঞ্চননগর রুস্তুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শতাধিক মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে এ ধরনের ঘটনা বাড়বে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে তেমুহনি বাজারে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান চৌধুরী।