মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম মিরসরাই উপজেলায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসআ চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক সালমান শামীম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ এবং চট্রগ্রাম জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব নয়ন মিয়া।
উক্ত সভার সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক জামসেদ আলাম এবং সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শাহাদাৎ হোসেন ধ্রুব। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ সড়ক আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং নবগঠিত কমিটির প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা আরও বলেন, মিরসরাইসহ সারা দেশে দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যথাযথ আইন প্রয়োগ, নিরাপদ সড়ক ব্যবস্থা ও চালক-যাত্রী উভয়ের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আইডি কার্ড বিতরণ করা হয়।
এসময় আগামী দিনের কর্মপরিকল্পনাও ঘোষণা করা হয়।