মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারী হালদা নদীর কাটাখালী খাল থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী ও কনস্টেবল তাপস মল্লিকের নেতৃত্বে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
এসময় উদ্ধার অভিযানে সহযোগিতা করেন নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক মুজিবুল হক, সদস্য মোহাম্মদ আলী ও মোঃ ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রতিনিধি পিএইচডি গবেষক শাহ মোহাম্মদ কায়সার এবং রিসার্চ এসোসিয়েট এ এইচ এম শিহার নেওয়াজ। ডলফিনটির সুরুতহাল শেষে এটিকে মাটিচাপা দেওয়া হয়।
উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ৩২ ইঞ্চি এবং ওজন ৩৭ কেজি। ইতোমধ্যে পচন ধরায় এটি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাটিচাপা দিতে বাধ্য হন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, হালদা নদীতে যে ডলফিন প্রজাতি পাওয়া যায় সেটি হলো শুশুক বা South Asian River Dolphin (Platanista gangetica)। এ প্রজাতির ডলফিন সাধারণত ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে। উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য ও আকার দেখে ধারণা করা হচ্ছে, এর বয়স আনুমানিক ১৫–২০ বছর হতে পারে।বয়সের কারনে ও মৃত্যু হতে পারে।
গবেষকরা জানিয়েছেন, ডলফিনটি জালে আটকে যাওয়ার কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এসময় জেলেরা এটিকে জালে ফেলার পর ঠোঁট কেটে ফেলে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এ নিয়ে হালদা নদী থেকে এখন পর্যন্ত ৪৬টি মৃত ডলফিন উদ্ধার হলো।