1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস হাটহাজারীতে সংঘর্ষ আহত ১০৫, পরিস্থিতি নিয়ন্ত্রণ সেনাবাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি হাটহাজারীতে সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, দায়িত্বে তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি আটক  কওমী-সুন্নীর রক্তক্ষয়ী সংঘর্ষে হঠাৎ নাটকীয় সমাপ্তি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পলাশের ডাংঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ৩৮০০ পিছ ইয়াবাসহ কালীগঞ্জের শীর্ষ মাদক সম্রাট আরিফুল ইসলাম ও তাহার সহযোগী আরিফ শেখ গ্রেফতার

চন্দনাইশ থানার বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি আটক 

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

 

চট্টগ্রামে চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি মো: সাগর (২৮) কে

আটক করে । আটকের সময় ০২টি একনলা বন্দুক, ০১টি দা, ০২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করা হয়।

 

আজ ৮ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪টার সময় চন্দনাইশ থানাধীন এলাকায় অভিযানে আসামিসহ অস্ত্র উদ্ধার করা হয়।

 

আটকৃত আসামীর নাম পরিচয় জানা যায় মো: সাগর (২৮), পিতা-আহম্মদ মিয়া, ওলির পাড়া গ্রামের খানবটতল, হাশিমপুর ইউপি, থানা-চন্দনাইশ চট্টগ্রামের বাসিন্দা।

 

বিশেষ অভিযানে থানাধীন হাশিমপুর ইউপির খানবটতল ওলির পাড়া সাকিনে বনদস্যু এর বসতঘর তল্লাশি করিয়া ০২টি একনলা বন্দুক, ০১টি দা, ০২টি ছুরি ও গান পাউডার উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করা হয়। আসামি জব্দকৃত অস্ত্র সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

[৮/৯ ৯:২০ PM] সাংবাদিক মাসুদ ভাই: হাটহাজারীতে সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, দায়িত্বে তদন্ত কর্মকর্তা

 

মোহাম্মদ মাসুদ

হাটহাজারীতে মাদরাসাছাত্র ও সুন্নি আকিদার সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের নীরব ভূমিকা অবস্থান। মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ। ওসিকে অপসারণের দাবিতে মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ। কওমি-সুন্নিদের সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাউসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

 

তার স্থলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রবিবার বিকেলে হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে ওসি আবু কাউসার মাহমুদের ভূমিকাকে ঘিরে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশ প্রশাসন নিরপেক্ষ ছিল না এবং ওসির কার্যক্রম পক্ষপাতমূলক ছিল বলে তারা মনে করেন। তারা ওসির প্রত্যাহারও দাবি করেন।

 

রাতেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনের পরপরই রাতে শিক্ষার্থীরা হাটহাজারী এলাকায় বিক্ষোভ করেন। তারা দ্রুত ওসির অপসারণ দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

জনস্বার্থে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবস্থা নিয়ন্ত্রণ সবকিছু স্বাভাবিক রাখতে সব রকমের সতর্কতায় সংশ্লিষ্ট প্রশাসন সক্রিয় দায়িত্বে সতর্ক রয়েছেন। নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com